ছবি: সংগৃহীত
রাজধানীর পান্থপথে আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক নামে এক নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলেবন্ধু রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এতথ্য জানান। ওই ঘটনায় মামলার পর রেজাউলকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, রাজধানীর পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় নারী চিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতা রেজাউল করিমকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেল থেকে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, এ ঘটনায় নিহতের বাবা শফিকুল আলম বাদী হয়ে নিহত জান্নাতুলের ‘বয়ফ্রেন্ড’ রেজাউল করিম ও অজ্ঞাতনামাদের আসামি করে কলাবাগান থানায় একটি মামলা করেছেন। মামলা নম্বর-১০।
পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতুল রাজধানীর মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ের একটি কোর্সে পড়াশোনা করছিলেন। অপর দিকে রেজাউল একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জান্নাতুলের পরিবার জানিয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
রাজধানীর পান্থপথে আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক নামে এক নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলেবন্ধু রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এতথ্য জানান। ওই ঘটনায় মামলার পর রেজাউলকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, রাজধানীর পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় নারী চিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতা রেজাউল করিমকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেল থেকে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, এ ঘটনায় নিহতের বাবা শফিকুল আলম বাদী হয়ে নিহত জান্নাতুলের ‘বয়ফ্রেন্ড’ রেজাউল করিম ও অজ্ঞাতনামাদের আসামি করে কলাবাগান থানায় একটি মামলা করেছেন। মামলা নম্বর-১০।
পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতুল রাজধানীর মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ের একটি কোর্সে পড়াশোনা করছিলেন। অপর দিকে রেজাউল একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জান্নাতুলের পরিবার জানিয়েছে।