image

সখীপুরে কলেজছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্র মাজহারুল ইসলাম(২১) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার মুক্তার ফোয়ারা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মাজহারুল ইসলামের হত্যাকারীদের ফাঁসি দাবি করে মানববন্ধনে বক্তব্য রাখেন,বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন, ডাঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মজিবর রহমান মজিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল হাসান, কালিয়ান বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আতিকুজ্জামান সবুজ, ইউপি সচিব আনোয়ার হোসেন, কৃষক শ্রমিক জনতালীগ নেতা আশিক জাহাঙ্গীর, আসলাম শিকদার নোভেল, স্থানীয় মহিলা ইউপি সদস্য স্বপ্না আক্তার ও রমেছা আক্তার, ইউপি সদস্য উজ্জল হোসাইন, নিহত মাজহারুলের চাচাত ভাই মামুন শিকদার, উপজেলা যুবলীগের সদস্য আজাদ রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আল মামুন প্রমুখ।

প্রসঙ্গত, খেলার মাঠে মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে মো. মাজহারুল ইসলাম(২১) নামের শিক্ষার্থী বখাটেদের প্রহারে আহত হয়ে হাসপাতালে মৃত্যু হয়।

সে কালিয়ান দক্ষিণ পাড়া এলাকার আ. মালেক মিয়ার ছেলে এবং সরকারি সা’দত কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি