ঢাকার সাভারে দেড় কেজি গাজা ও হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে আমিনবাজারের বরদেশী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আমিনবাজারের বরদেশী গ্রামের রহিমা বেগম ও হাজেরা বানু ওরফে ওজুফা।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ভোরে বরদেশী এলাকায় মাদকদ্রব্য বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে দেড় কেজি গাজা ও ছয় গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, সকালে গ্রেপ্তারকৃতদের ঢাকা মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি