image

ধানমন্ডির সেই বাড়ির রায়ের তথ্য আপিল বিভাগে জমা দেয়ার নির্দেশ

রোববার, ২৭ নভেম্বর ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক:

সাংবাদিক আবেদ খান ও এক ব্যক্তির দাবি করা ধানমন্ডির ৩শ’ কোটি টাকার বাড়ির মালিকানার বিষয়ে হাইকোর্টের রায় এবং মামলার নথি আপিল বিভাগে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

গত ২১ নভেম্বর রাজধানী ধানমন্ডির ২নং রোডের প্রায় ৩শ’ কোটি টাকার পরিত্যক্ত সম্পত্তি সরকারের বলে রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে তথ্য গোপন করে বাড়িটির মালিকানা চেয়ে রিট করায় সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এর আগে, সেটেলমেন্ট কোর্টে হেরে যান আবেদ খান। সে সময় নেহাল আহমেদ নামে এক ব্যক্তিও বাড়িটির মালিকানা দাবি করেন। তিনটি আদালতে পক্ষে রায় পান নেহাল।

তবে রিভিউ শুনানিতে সরকার বুঝতে পারে, মালিকানা নিয়ে জালিয়াতি হয়েছে। পরে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি