সিদ্ধিরগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধু খুন, থানায় মামলা

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সিদ্ধিরগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে আনোয়ারা বেগম (৩৫) নামের এক গৃহবধু খুন হয়েছে। সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে ৩’শ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে স্বর্ণালী বাদী হয়ে বাবা মানিক পাটোয়ারীকে আসামী করে গতকাল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার মুন্সিরহাটি গ্রামের মৃত শরাফত পাটোয়ারীর ছেলে মানিক পাটোয়ারী পরিবার পরিজন নিয়ে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বসবাস করছিল। গত কয়েক মাস ধরে তাদের মধ্যে পারিবারিক দাম্পত্য কলহ চলছিল। ওই জেরেই বুধবার বিকালে মানিক পাটোয়ারী তার স্ত্রী আনোয়ারা বেগমকে ধারালো চাকু দিয়ে এলোপাতারি আঘাত করলে গুরুতর আহত হয়। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মানিক পাটোয়ারী পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গৃহবধু আনোয়ারাকে উদ্ধার করে ৩’শ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যায়। এরপর রাতে সেখানে তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে স্বর্ণালী আক্তার জানায়, পারিবারিক কলহের জেরেই বাবা মানিক পাটোয়ারী মা আনোয়ারা বেগমকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এ ঘটনায় মেয়ে স্বর্ণালী বাদী হয়ে বাবা মানিক পাটোয়ারীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি