image

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকি ঢাবি ছাত্রলীগ নেতার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে পলাশি মার্কেটে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। চাঁদার টাকা আদায়ে ব্যবসায়ীকে ফোন করে মেরে ফেলার হুমকি দিয়েছেন তিনি। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সংবাদের হাতে এসেছে।

অভিযুক্ত মিশাত সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক। যদিও বিষয়টিকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছেন অভিযুক্ত।

ভুক্তভোগী ব্যবসায়ী সংবাদকে বলেন, তিন দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক পলাশি মার্কেটে একটি দোকান কিনেছেন। স্যারের অনুরোধে দোকান কেনার লেনদেনের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। এ ঘটনায় মিশাত সরকার আমাকে কল দিয়ে চাঁদা দাবি করেন।

‘গতকাল মিশাত আমাকে আবার কল দিয়ে বলে, তুই নয়-ছয় করস, এখনো টাকা দেস নাই। কালকে থেকে তুই মার্কেটে ঢুকতে পারবি না, ঢুকলে তোরে মেরে ফেলবো। এভাবে সে আমাকে অনবরত কল দিয়ে হুমকি দিতে থাকে।’

এর আগে গত বছর ঈদুল আযহার সময় পলাশি মার্কেটের অপর এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছিল মিশাত সরকারের বিরুদ্ধে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগ কোনো ধরণের অপকর্মকে প্রশ্রয় দেয় না। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। সঠিক তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি