image

সখীপুর যুব মহিলা লীগ সভাপতির বাসায় দুর্ধর্ষ চুরি

শুক্রবার, ১২ মে ২০২৩
প্রতিনিধি,সখীপুর(টাঙ্গইল)

টাঙ্গাইলের সখীপুর যুব মহিলা লীগ সভাপতি সানজিদা শারমিনের বাসায় দিনে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভায় ৩নং ওয়ার্ডে সিকদার রোড সংলগ্ন এ দুর্ধর্ষ চুরি হয়। এ চুরির ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি শারমিন আক্তার স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের শিক্ষাগতা করেন। বৃহস্পতিবার সকাল ৮টায় পৌরসভার ৩নং সিকদার রোড সংলগ্ন নিজ বাসায় তালা লাগিয়ে বাচ্চাকে নিয়ে স্কুলে যান। ওই দিন ১১টায় স্কুল থেকে বাসায় ফিরে দেখেন মূল দরজার তালা ভাঙ্গা। আলমারি সব এলোমেলো। নগদ অর্থ সহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।

সানজিদা শারমিন আক্তার জানান, স্কুল থেকে এসে দেখি বাসার সব জিনিসপত্র এলোমেলো। আলমারি ভেঙে নগদ ২৫ হাজার টাকা,স্বর্ণ অলংকারসহ প্রায় তিন লক্ষ টাকার মত জিনিসপত্র চুরি করে নিয়েছে।

সখীপুর থানার (ওসি) মো. রেজাউল করিম বলেন, বাসায় চুরির অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহন করা হবে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি