নিখোঁজের ৫ মাস পর ঢাকার মাওনা থেকে বেগমগঞ্জের আমির হোসেনের লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
নোয়াখালী প্রতিনিধি

নিখোঁজের ৫ মাস পর ঢাকার মাওনা থেকে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা মুনসী বাড়ির আমির হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আমির হোসেনের বড় ভাই বেলাল হোসেন জানান, বন্ধু দের সাথে দেখা করার কথা বলে আমির হোসেন গত ১৭ ডিসেম্বর বাড়ি থকে বের হয়ে ঢাকার আসকোনায় বোনের বাসায় যায়। কিন্তু বোন বাসায় না থাকায় সে বাড়ির মালিক বাবু সাহেবের বাসায় রাত কাটায়।পর দিন সে ঐ বাসা থেকে বের হওয়ার পর আর বোনের বাসায় ফেরত আসেনি। ২৮ ডিসেম্বর বিকেল ৫ টার দিকে কোন এক অগ্ঘাত ব্যাক্তি ০১৮৯৪৭৯৪৪২৬ নাম্বার থেকে তার বোনের নাম্বারে ফোন করে ১০ লাখ টাকা মুক্তি পণ দাবী করে, নতুবা তাকে হত্যার হুমকি দেয়।

তখন পরিবারের সদস্যরা ঢাকা পুলিশের স্মরনাপন্ন হয় হয়। পুলিশ বিভিন্ন সূএ ধরে গতকাল বুধবার নোয়াখালীর হাতিয়া থেকে সমকামী তারেক ও তার সহযোগী হ্রদ আলীকে গ্রেপ্তার করে। তাদের জিগ্যাসাবাদের সূএ ধরে পুলিশ একটি সেফটি ট্রাংকি থেকে রশি দিয়ে পেরিয়ে হত্যা করা বস্তাবন্দি আমির হোসেনের লাশ উদ্ধার করে।

পুলিশের একটু সূএ জানায়,আসামী তারেক আলী আমির হোসেনের ফেইজ বুক বন্ধু। সে আমির হোসেনকে সমকামিতার লোভ দেখিয়ে ঢাকার মাওনা এলাকার একটি মেসে নিয়ে যায়। সেখান থেকে তার আত্মীয়দের কাছে ১০ লাখ টাকা দাবী করে।১০ লাখ টাকা দিতে না পারায় তারেক ও হ্রদ আলী ও তারেক তাকে নেশা করিয়ে কয়দিন রাখার পর গলায় রশি পেচিয়ে একটি বস্তায় ডুকিয়ে সেফটি ট্যান্কিতে ফেলে দেয়।

বৃহস্পতিবার এ খবর বেগমগঞ্জের তুলাচারায় পৌছলে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদুল হক রনি খবরের সত্য নিশ্চিত করেছেন।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি