সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ২২ মে ২০২৩

ওসি প্রদীপের সম্পদের খোঁজে ৭ দেশে চিঠি

image

ওসি প্রদীপের সম্পদের খোঁজে ৭ দেশে চিঠি

সোমবার, ২২ মে ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ দাশের সম্পদের খোঁজে এক মাসে আগে সাতটি দেশে চিঠি দেওয়া হলেও এখনো কোনো জবাব মেলেনি।

সোমবার চট্টগ্রামে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকের এ তথ্য জানান দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।

তিনি বলেন, “সম্পদের নিশানা খুঁজতে বিভিন্ন দেশের সহযোগিতা দরকার হয়। ওসি প্রদীপের সম্পদের খোঁজে সাতটি দেশে চিঠি পাঠানো হয়েছে।”

এক মাস আগে পাঠানো এসব চিঠির কোনটিরই এখনও জবাব পাওয়া যায়নি জানিয়ে দুদক কমিশনার মোজাম্মেল বলেন, “এসব ক্ষেত্রে টাইম বাউন্ড করা যাবে না। আশা করি সবাই জবাব দেবে। যদি বিলম্ব হয় তাহলে আমরা তাদের তাগাদা দেব।”

চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটরিয়ামে সততা সংঘ নামে একটি সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের ১০৪টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার মোজাম্মেল হক।

চট্টগ্রাম দুদক কার্যালয় থেকে জানা গেছে, প্রদীপের সম্পদের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, আরব আমিরাত ও ভারতের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়েছে।

২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারে সিনহা মোহাম্মদ রাশেদ খানকে এপিবিএন চেকপোস্টে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় সেসময়ের টেকনাফের ওসি প্রদীপ গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক।

ওই বছর ২৩ অগাস্ট দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করেন।

গত বছরের ২৭ জুলাই একটি মামলায় প্রদীপ কুমার দাশকে কয়েকটি ধারা মিলিয়ে মোট ২০ বছর এবং তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছরের কারাদণ্ড দেয় আদালত।

প্রদীপের দুর্নীতির অনুসন্ধানকারী কর্মকর্তা দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রদীপ দাশের স্ত্রী চুমকির নামে অবৈধ যে সম্পদ পাওয়া গেছে সেটির মামলায় রায় হয়েছে।

“প্রদীপের সম্পদের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। তাই তার সম্পদের সঠিক পরিমাণ জানতে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাধ্যমে সাতটি দেশে চিঠি পাঠানো হয়েছে।”

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

» ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

» ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন

» আক্কেলপুরে যৌননিপীড়নের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত

» অনলাইনে বিনিয়োগের ফাঁদ, কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেপ্তার

» জালিয়াতি করে নিয়োগ পাওয়া বেরোবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

» আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘ধর্ষণ’: সহপাঠীসহ তিনজন রিমান্ডে

» বিচার ও রায় নিয়ে টিউলিপের প্রশ্নের জবাবে যা বললেন দুদক চেয়ারম্যান

» ‘পরকীয়ার জেরে’ খুন হন বাউল শিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

» ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড

» গৃহবধূর বস্তাবন্দী লাশ: ‘দোষ স্বীকার করে’ জবানবন্দির পর স্বামী ও দেবর কারাগারে

» বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

» অভ্যুত্থানের ১০৬ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

» সিলেটে যুবককে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও কল: মুক্তিপণ দাবি

» আদালতের রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’, বললেন টিউলিপ

» প্লট দুর্নীতি: ব্রিটিশ এমপি টিউলিপের সাজা, সঙ্গে মা ও খালা

» রেহানা কন্যা রূপন্তীসহ ১৭ জনের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ৫ জানুয়ারি

» কুষ্টিয়ায় প্রকাশ্যে অস্ত্র ব্যবসায়ীর হাতে আরেক অস্ত্র ব্যবসায়ী খুন

» নির্বাচনকে সামনে রেখে অভিযান, দুই জেলায় গ্রেপ্তার ১৯৮ ও ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

» ‘১৬১৩ কোটি টাকা পাচার’: নাফিজ সরাফাত ও স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা