‘বই অনেকটা জানালার মতো৷ বই খুললে জানালা খুলে যায়৷ মনের জগৎ খুলে যায়৷ সমাজকে অন্ধকার থেকে বের করে আলোতে আনতে পাঠাগারের বিকল্প নেই৷ এ সমাজকে সুন্দর করে গড়ে তোলার লক্ষে গ্রামে-মহল্লায় পাঠাগার প্রতিষ্ঠা জরুরি৷ পাঠাগারের শক্তি অনেক৷’
শুক্রবার (২ জুন) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কল্যান্দি গ্রামে ‘সালমা বেগম স্মৃতি পাঠাগার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন৷
পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সালমা বেগমের চার সন্তান৷ তারা জানান, ২ জুন তাদের মায়ের জন্মদিন৷ মা সালমা বেগমের পাঠাগারের প্রতি ব্যাপক আগ্রহ ছিল৷ মায়ের জন্মদিনে তাঁর স্মরণে এ পাঠাগারের কার্যক্রম শুরু করা হয়েছে৷ পাঠাগারটি সকলের জন্য উন্মুক্ত থাকবে৷ স্থানীয় শিশু-কিশোরদের বই পড়ায় মনোযোগী করে তোলার লক্ষে এ পাঠাগার প্রতিষ্ঠা৷ তাদের বাবা নুরুল ইসলামের নামেও সদর উপজেলায় একটি পাঠাগারের কার্যক্রম গত কয়েক বছর যাবৎ চলছে৷
বিকেলে বন্দরের কল্যান্দিতে সালমা বেগম স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন তাঁর জ্যেষ্ঠ সন্তান কলেজ শিক্ষক মোস্তফা সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অপর তিন সন্তান নারায়ণগঞ্জ জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, সরকারি তোলারাম কলেজের সহযোগী অধ্যাপক ড. রওনক জাহান৷
আরও উপস্থিত ছিলেন ঘিওর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান, কদমরসুল কলেজের সহকারী অধ্যাপক মো. শাহাবউদ্দিন, পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, কল্যান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া জেসমিন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির জেলা সভাপতি আব্দুল হালিম, গলাচিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সাহা, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের নারায়ণগঞ্জ ইউনিটের কর্মকর্তা মহিমা আক্তার, নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারিক মেহের হোসেন রাতুল, স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম৷###
অপরাধ ও দুর্নীতি: ঘটনাস্থল মানিকগঞ্জ: হাসপাতালে নারী ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক
অপরাধ ও দুর্নীতি: অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৫ বছর কারাদণ্ড