বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারে ঘটনায় নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার, (২১ নভেম্বর ২০২৫) এক বিবৃতিতে নিন্দা জানিয়ে মুক্তি দাবি করা হয়।

উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, দেশ আজ মবের রাজত্বে আবদ্ধ। বিবেকের বদলে উন্মত্ততার চাহিদাই যেন রাষ্ট্রের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে। সরকার সেই উন্মক্ততার সামনে ক্রমাগত মাথানত করছে— ক্ষমতার সব কাঠামো যেন আত্মসমর্পণ করে দিয়েছে এক অদৃশ্য অনুভূতির ভয়াল চাপে।

বিবৃতিতে বলা হয়, পালাগানে ইসলাম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে দেশের খ্যাতিমান ও জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকার ওরফে ছোট আবুলকে আকস্মিক ও অন্যায়ভাবে গেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনা শুধু একজন শিল্পীর স্বাধীনতাকে বন্দি করা নয়, এটি বাংলাদেশের পালাগান-বাউল ধারার দীর্ঘ ইতিহাসে এক দুঃসহ আঘাত, মানবিক ও আধ্যাত্মিক উত্তরাধিকারকে অসম্মানের এক নগ্ন প্রদর্শনী। যারা পালাগান শোনেন, যারা কোরআন-হাদিস, শরিয়ত-মারিফত, গুরু-শিষ্য পরম্পরা ও যুক্তি-তর্কের সাধনা সম্পর্কে সামান্য ধারনাও রাখেন, তারা জানেন, পালা গানের যুক্তি-প্রতিপাদন ও ধর্ম অবমাননা দুই ভিন্ন ক্ষেত্র, দুই ভিন্ন প্রতিপাদ্য।

বিবৃতিতে আরও বলা হয়, শিল্পের প্রতীকী ভাষা অনুধাবনের ক্ষমতা সবার থাকে না। রূপক, ইঙ্গিত, প্রতীকের জগত যারা বোঝে না, তারা শব্দের ভেতরের আত্মা ধরতে পারে না; পারে না শিল্পীর বয়ান আর বিদ্বেষের ফারাক চিনতে। তারাই নিজেদের অজ্ঞতা ঢাকতে গিয়ে আঘাত করেছে শিল্পের হৃদয়ে, আঘাত করেছে সংস্কৃতির শেকড়ে। বাউল আবুল সরকার কেবল এক কণ্ঠশিল্পী নন, তিনি একজন সাধক। তার কণ্ঠে বাউল দর্শন শুধু বিনোদন নয়; তা মুক্তির ভাষা, মানবতার আধ্যাত্মিক স্বর। এমন এক মানুষকে ধর্ম অবমাননার আসামি বানানো ভয়ানক অন্যায়, এটি অন্ধকারের জয়োৎসব। এই গ্রেপ্তার অন্যায়, অমানবিক এবং সাংস্কৃতিক স্বতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। আমরা অবিলম্বে আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

সম্প্রতি