এ উপমহাদেশের নাট্যশিল্পের পুরোধা ব্যক্তিত্ব, বুলবুল ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা নাট্যগুরু বুলবুল চৌধুরীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যম নৃত্যশিলন কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে বিশেষ সন্মাননা লাভ করেছেন নৃত্যশিল্পী শারমিন হোসেন। চট্টগ্রাম নৃত্যশিল্প সংস্থার সাবেক সভানেত্রী দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী শারমিন হোসেনকে নৃত্যশিল্পক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ সন্মননা প্রদান করা হয়েছে । তার হাতে সন্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আজ রোববার সন্ধ্যায় ঢাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে নৃত্যগুরু বুলবুল চৌধুরী সম্পর্কে আলোচনা ও নৃত্যনুষ্ঠান অনুষ্ঠানে দর্শক-শ্রেতাদের মুগ্ধ করেছে।
নৃত্যশিল্পী শারমিন হোসেন বাংলাদেশে নৃত্যশিল্পে বিশেষ অবদান রেখেছেন। তিনি শহীদ সায়দুল হাসান ও ফরিদা হাসানের কন্যা। তারা দুজনই বাংলাদেশে রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছেন। তারা ছায়ানট প্রতিষ্ঠায়ও কার্যকর অবদান রেখেছেন।