সৃজনশীল প্রকাশকদের দাবির প্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয় অমর বইমেলার স্টল ভাড়া ২৫٪ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল আজ সোমবার সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৃজনশীল প্রকাশকদের সংগঠন সৃজনশীল বই প্রকাশক সমিতি ঢাকার নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি সাঈদ বারী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান এক বিবৃতিতে বলেন, আমরা চাই সংস্কৃতি মন্ত্রণালয় প্রকাশকদের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে স্টল ভাড়া ৫০٪ কমানো এবং ফ্যাসীবাদের দোসর দালাল প্রকাশকদের প্যাভিলিয়ন বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিবে।
একই সঙ্গে আমরা এও বলতে চাই বাংলা একাডেমি তার পছন্দের প্রকাশক ও আওয়ামীলীগের চিহ্নিত দালাল প্রকাশকদের দিয়ে মেলা পরিচালনা কমিটি না করে সৃজনশীল প্রকাশকদের নেতৃত্ব দানকারী প্রতিনিধিত্ব নিশ্চিত করে মেলা কমিটি গঠনের।