image

বিশিষ্ট গীতিকার, কলামিষ্ট কেজি মোস্তফা মারা গেছেন।

সোমবার, ০৯ মে ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

বিশিষ্ট গীতিকার, কলামিষ্ট কেজি মোস্তফা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রবিবার রাত ৮টার দিকে নিজ বাসায় অসুস্থবোধ করলে কে জি মোস্তফাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে গীতিকবি-কলামিস্ট কে জি মোস্তফার মৃত্যুর খবর জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ জোহর কে জি মোস্তফার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

কেজি মোস্তফা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় গান- তোমারে লেগেছে এত যে ভালো... আয়নাতে ওই মুখ দেখবে যখন...,এর রচয়িতা। অসামান্য জনপ্রিয় সব গানের গীতিকবি কে জি মোস্তফা একজন সহজ সরল মানুষ ছিলেন।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি