image

ছায়ানটের ‘ভাষা-সংস্কৃতির আলাপ’-এ অংশগ্রহনের আহবান

সোমবার, ১৬ মে ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

বাঙালি সংস্কৃতিতে ঋদ্ধ সমাজ গড়ে তোলার মানসে ছায়ানট পরিচালিত কার্যক্রম ‘ভাষা-সংস্কৃতির আলাপ’। এক বছর মেয়াদী কার্যক্রমের নবম আবর্তন শুরু হচ্ছে আষাঢ় মাস ( জুন ) থেকে।

কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ ভাষা-সংস্কৃতি অনুরাগী বয়স্কজনের মানস-উৎকর্ষ চর্চার জন্য এই কার্যক্রম সাহিত্য ও শিল্প বিষয়ে চর্চা ও পরস্পর বিনিময়ের একটি সুনির্দিষ্ট কর্মসূচি বলে ছায়ানটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আলাপের বিভিন্ন দিনের সূত্রধর হিসেবে থাকবেন মুস্তাফা মনোয়ার,তানভীর মোকাম্মেল, মোহাম্মদ আজম,সৈয়দ মনজুরুল ইসলাম,ফকরুল আলম, ম.হামিদ, ড. ফওজিয়া মান্নান, মৃত্তিকা সহিতা প্রমুখ।

বৈঠক বসবে ১৪ দিন অন্তর প্রতি শনিবার, সকাল সাড়ে ১০টায়। বৈঠক শুরু আষাঢ় ১৪২৯ (জুন ২০২২) থেকে। ছায়ানট সংস্কৃতি-ভবনে সংযুক্ত হবার ফরম পাওয়া যাবে ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ (১৭ মে ২০২২) থেকে। একবছরের জন্য এককালীন ভর্তি বাবদ প্রদেয় ৳১৫০০.০০ (এক হাজার পাঁচশত টাকা মাত্র)। এব্যাপারে আরো তথ্য জানতে মুঠোফোন: ০১৭৩০ ৪৮২ ৪৬২-এ যোগাযোগ করা যাবে।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি