উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংসদের ৭ম সম্মেলনের মাধ্যমেসভাপতি মো: আহসান হাবীব বিপু এবং সাধারণ সম্পাদক মামদুদরহমান মুক্ত নির্বাচিত হয়েছেন। গত বুধবার উদীচী জগন্নাথবিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর কক্ষে ৭ম সম্মেলন অনুষ্ঠিত হয়।অন্যান্য পদে সহসভাপতি শ্রেয়শ্রী সরকার, ফতেহ আলী খান আকাশ,তন্ময় প্রামানিক, সহ সাধারণ সম্পাদক রাফিউল রকি, কোষাধ্যক্ষ হালিমাআক্তার বৃষ্টি, সম্পাদক শোভন চক্রবর্তী, ব্রজ গোপাল রায়, পৌলমী মুমুখীসা, শক্তি বিশ্বাস তৃষা, আবিদুর হক রাহাত, শিহাব উদ্দীন, গৌরবভৌমিক, দূর্বা পাল ও সদস্য অনিক সাহা সুমিত, শান্তা ইসলাম,খুশি রায়, আম্রিন জাহান অপি, আবদুর রহমান মল্লিক, মাসফিকুলহাসান টনি এবং জাতীয় পরিষদ সদস্য শ্রেয়শ্রী সরকার নির্বাচিতহয়েছেন। ###
শুক্রবার, ২০ মে ২০২২
উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংসদের ৭ম সম্মেলনের মাধ্যমেসভাপতি মো: আহসান হাবীব বিপু এবং সাধারণ সম্পাদক মামদুদরহমান মুক্ত নির্বাচিত হয়েছেন। গত বুধবার উদীচী জগন্নাথবিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর কক্ষে ৭ম সম্মেলন অনুষ্ঠিত হয়।অন্যান্য পদে সহসভাপতি শ্রেয়শ্রী সরকার, ফতেহ আলী খান আকাশ,তন্ময় প্রামানিক, সহ সাধারণ সম্পাদক রাফিউল রকি, কোষাধ্যক্ষ হালিমাআক্তার বৃষ্টি, সম্পাদক শোভন চক্রবর্তী, ব্রজ গোপাল রায়, পৌলমী মুমুখীসা, শক্তি বিশ্বাস তৃষা, আবিদুর হক রাহাত, শিহাব উদ্দীন, গৌরবভৌমিক, দূর্বা পাল ও সদস্য অনিক সাহা সুমিত, শান্তা ইসলাম,খুশি রায়, আম্রিন জাহান অপি, আবদুর রহমান মল্লিক, মাসফিকুলহাসান টনি এবং জাতীয় পরিষদ সদস্য শ্রেয়শ্রী সরকার নির্বাচিতহয়েছেন। ###