image

‘কবিতায় নক্ষত্র ঝরে’ বইয়ের মোড়ক উন্মোচন

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

একুশে বইমেলায় এসেছে কবি ইসরাত জাহান নিরুর কাব্যগ্রন্থ ‘কবিতায় নক্ষত্র ঝরে’ । সোমবার জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বইটির মোড়ক উন্মোচন করেন। শ্যামল দত্ত বলেন, ‘কবিতা মহত্ত্বের কথা বলে; কবিতা মানবতার কথা বলে; কবিতা ভালোবাসার কথা বলে; কবিতা সমাজের আগ্রগতির কথাও বলে।’

তিনি বলেন, ‘কবিতা নান্দনিকতার একটা জিনিস, কবিতা শুদ্ধ মানুষের জিনিস, কবি কখনো দুর্নীতি করে না, কবি কখনো চুরি করে না, কবি কখনো প্রতারক হয় না, কবি একমাত্র শুদ্ধ শক্তি। আর সেই শক্তির বলে বলীয়ান ইসরাত জাহান নিরুর কবিতাচর্চা আরো অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যশা করি।’

এসময় ইসরাত জাহান নিরুর কবি-জীবনের সফলতাও কামনা করেন তিনি। অমর একুশে বইমেলায় আয়োজিত অনুষ্ঠানে ইসরাত জাহান নিরু বলেন, ছোটবেলা থেকেই ছোট-ছোট ছড়া-কবিতা লিখতাম, সুযোগ পেলে তা একা একা আবৃত্তি করতাম। সব কিছুর ভেতরে একটা সুর আর ছন্দ খুঁজে পেতাম।

প্রকৃতি তার লেখার অনিবার্য মূল চাবিকাঠি বলে জানান এই লেখক। নিরুর বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। এতে কবিতা রয়েছে ৫৩টি। বইটির মূল্য ২৫০ টাকা।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি