দুটি গ্রন্থ নিয়ে বইমেলায় মাহফুজ আল-হোসেন

শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
সাংস্কৃতিক বার্তা পরিবেশক

https://sangbad.net.bd/images/2023/February/25Feb23/news/writter-2.jpg

কবিতার ভিতর দিয়ে বসবাসের আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। সৃষ্টিসুখ মানুষের সর্বোচ্চ সুখ। তাই যাঁরা সৃষ্টি করতে জানেন তাঁরা সদাই ওই আনন্দে ডুবে থাকতে চান। এই আনন্দের কোনো তুলনা হয় না। এমন আনন্দে অভিভূত এক কবি মাহফুজ আল-হোসেন। নিরন্তর তাঁর সৃষ্টির মধ্যসীমায় বাস করছেন। দুই হাতে লিখছেন কবিতা। এ যাবত তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা দশটি। এবারের বইমেলায় এসেছে তাঁর দুটি কবিতার বই। মৌলিক গ্রন্থ “একগুচ্ছ কুচিলা ফুলের সমীপে” ও বাছাইকৃত প্রেমের কবিতা নিয়ে কাব্যসংকলন “ভালোবাসলে বুকে বিপ্লব বেঁধে রাখতে হয়”। প্রথম গ্রন্থটি প্রকাশ করেছে বেহুলা বাংলা এবং প্রেমের কবিতার সংকলনটি প্রকাশ করেছে অভিযান। মাহফুজ আল-হোসেন কবিতা এবং গদ্য উভয় মাধ্যমে দক্ষ পরিব্রাজক। কোনো কোনো ক্ষেত্রে তাঁর গদ্যও কবিতার মাত্রা পায়। তাঁর ভালোবাসার কবিতাগুলোতে এত বেশি আবেগ ও তাঁর পরিমিত নিয়ন্ত্রণ চোখে পড়ে; যা একজন শিক্ষিত কবির কথা মনে করিয়ে দেয়। তিনি শব্দ নির্বাচনে নিজস্ব ঘরানায় সিদ্ধহস্ত। নতুন নতুন শব্দ, চিত্রকল্প ও অধুনাবাদী চেতনায় তাঁর কবিতা বাংলা কবিতায় এক উল্লেখযোগ্য সংযোজন।

https://sangbad.net.bd/images/2023/February/25Feb23/news/books-3.jpg

“একগুচ্ছ কুচিলা ফুলের সমীপে” গ্রন্থে অধুনবাদ, বাঙালির নিজস্ব ঐতিহ্যচেতনা ও প্রকৃতিচেতনা গভীর ভাষা পেয়েছে।এছাড়া কবি অনুবাদ ও সাহিত্যসমালোচনামূলক রচনায় তীক্ষè বিশ্লেষণ করে সত্যটা খুঁজে বের করেন। এ কারণে তিনি একজন যথার্থই নন্দনতাত্ত্বিক। তাঁর কবিতাশিল্প ও সমালোচনা শিল্প আমাদের সাহিত্যভাণ্ডারকে আরো দীর্ঘদিন ধরে সমৃদ্ধ করে চলুক।কবির আলোচ্য এই গ্রন্থ দুটি উল্লিখিত প্রকাশনীর বাইরে পাওয়া যাবে লিটল ম্যাগাজিন চত্বরে শালুক-এর স্টলে।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি