image
ফাইল ছবি

এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কার ৬৬, অনুপস্থিত ৭৪০৪

বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

এইচএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৬৫ জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শক। এদিন আটটি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৪০৪ জন পরীক্ষার্থী।

আজ বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি ২ হাজার ৫০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া রাজশাহীতে ১ হাজার ১৯০ জন, কুমিল্লায় ৬৯৮, যশোর শিক্ষা বোর্ডে ৮৬৯, সিলেটে ৫৬১, বরিশালে ৫১৮, দিনাজপুরে ৯৭২ ও ময়মনসিংহে ৫৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিকে সারা দেশে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ৬৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ার শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২১ জন। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে ৭ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ২, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৭, যশোর বোর্ডে ৩, বরিশাল বোর্ডে ১২ ও দিনাজপুর বোর্ডে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার দায়িত্বে থাকা একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।

‘শিক্ষা’ : আরও খবর

» বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী নিচ্ছে না যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়

সম্প্রতি