image

ইউজিসি সদস্য হিসেবে যোগ দিলেন ড. হাসিনা খান

বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাসিনা খান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের কাছে যোগদানপত্র পেশ করেন তিনি।

অধ্যাপক ড. হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশের জিন রহস্য ও পাটের জিন বিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ইউজিসি প্রফেসর হিসেবেও বিশিষ্ট এ গবেষক দায়িত্ব পালন করেন।

ইউজিসি সদস্য হিসেবে যোগদান করায় অধ্যাপক ড. হাসিনা খানকে অভিনন্দন জানিয়েছে কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব), সদস্যবৃন্দ, সচিব, বিভাগীয় প্রধানগণ, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়ন।

উল্লেখ্য, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় তাকে কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয়।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি