alt

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে ৯ জুন

কুবি প্রতিনিধি : বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

উপাচার্য-শিক্ষকের দ্বন্দ্বে ৩৯ দিন বন্ধ থাকার পর আগামী রোববার (৯ জুন) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। তবে সকল শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা শুরু হবে আগামী ২৩ জুন।

বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৯ ফেব্রুয়ারি বিকেল চারটায় উপাচার্যের দপ্তরে শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যদের সঙ্গে বিভিন্ন দাবি নিয়ে উপাচার্যের বাগবিতণ্ডা হয়। ওই সময় ছাত্রলীগের সাবেক নেতারা ও কর্মকর্তা সমিতির এক নেতা শিক্ষকদের হেনস্তা করেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক সমিতি তিন দফা দাবি দেয়। সেই সঙ্গে থানায় সাধারণ ডায়েরিও করেন।

১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি। এরপর ঈদুল ফিতরের বন্ধ হয়। পরে বিশ্ববিদ্যালয় খোলা হয়। কিন্তু তিন দিন ক্লাস হওয়ার পর আবারও আন্দোলন শুরু হয়।

২৫ এপ্রিল সাত দফা দাবি বাস্তবায়ন নিয়ে উপাচার্য এ এফ এম আবদুল মঈন, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান ও প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর দপ্তরে তালা দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে তাঁদেরকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে।

শিক্ষক সমিতির ৭ দফা দাবির মধ্যে ছিল ১৯ ফেব্রুয়ারি উপাচার্যের দপ্তরে শিক্ষকদের ওপর হামলার নেতৃত্ব দেওয়া কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বহিষ্কার করা ও ঘটনার তদন্ত করা। পাশাপাশি প্রক্টর কাজী ওমর সিদ্দিকীকে অপসারণ করা। অন্য দাবিগুলোর মধ্যে আছে ঢাকার অতিথিশালা শিক্ষক-কর্মকর্তাদের জন্য অবমুক্ত করা; অধ্যাপক গ্রেড ১ ও ২-তে আবেদন করা শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করা; কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ এবং ইতিমধ্যে বেআইনিভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রত্যাহার করা; শিক্ষক নিয়োগ, পদোন্নতি স্থায়ীকরণে আইনবহির্ভূত শর্তারোপ করে জ্যেষ্ঠতা ক্ষুণ্নের বিষয়টি নিষ্পত্তি করা; ৯০তম সিন্ডিকেট সভায় বিতর্কিত শিক্ষা ছুটি নীতিমালা প্রত্যাহার করে আগের নীতিমালা বহাল এবং ৮৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত স্থায়ীকরণ সিদ্ধান্ত বাতিল করা।

২৭ এপ্রিল বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামানের গাড়ি প্রধান ফটকে আটকে দেয়।

পরদিন ২৮ এপ্রিল বেলা একটায় উপাচার্য এ এফ এম আবদুল মঈন প্রশাসনিক ভবনের নিজ দপ্তরে যাওয়ার জন্য ছাত্রলীগের সাবেক অন্তত ২০ জন নেতা ও তাঁর অনুসারী কিছু শিক্ষককে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন। এসময় শিক্ষক সমিতির নেতারা তাঁদের বাধা দেন।

এই সময়ে উপাচার্য ও ছাত্রলীগের নেতা–কর্মীরা শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি, কিলঘুষি ও হামলায় জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন শিক্ষক হেনস্তার শিকার হন।

এরই পরিপ্রেক্ষিতে উপাচার্যসহ ছাত্রলীগের সাবেক নেতাসহ ২০ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষক সমিতির ছয়জনের নামে পাল্টা অভিযোগ দায়ের করেন।

৩০ এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করে দেওয়া হয়।

একই সঙ্গে শিক্ষকদের দাবি দাওয়া ও ২৮ এপ্রিলের ঘটনা নিয়ে দুটি তদন্ত কমিটি হয়। এরপর থেকে আর বিশ্ববিদ্যালয় খোলেনি। তবে গতকাল বুধবার পর্যন্ত টানা ১৮ কর্মদিবস শিক্ষক সমিতি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার বিকেল সাড়ে চারটায় সিন্ডিকেটের সভা শুরু হয়। সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালের দপ্তরের পাশের একটি কক্ষে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন। সভায় ১৬ জন সিন্ডিকেট সদস্যের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই সভা চলে।

সভায় বলা হয়, ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি। ২১ ও ২২ জুন শুক্র-শনিবার। এ অবস্থায় ২৩ জুন থেকে ক্লাস শুরু করতে হবে। অফিস খোলা হবে ৯ জুন থেকে। পরে সিন্ডিকেট সদস্যরা ঐকমত্য হয়ে ওই সিদ্ধান্তে পৌঁছান। সভায় শিক্ষকদের সাত দফা দাবি নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়। দাবিগুলোর বেশির ভাগই পূরণ হওয়ার পথে বলে সিন্ডিকেটকে জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালের বাংলোতে শিক্ষক সমিতির নেতা, উপাচার্য ও উপাচার্যপন্থী শিক্ষকেরা প্রাথমিক আলোচনায় বসেন। সেখানে বিবদমান পক্ষগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সিন্ডিকেট সদস্য উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান শিক্ষক সমিতির সাত দফা দাবির বেশির ভাগই পূরণ করা হয়েছে। কিছু দাবি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে উপাচার্যের দপ্তরে শিক্ষকদের ‘থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন তিনি।

এ ছাড়া শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কমিটি গঠন করা হয়।

ছবি

যবিপ্রবি ছাত্রলীগ সভাপতিসহ ৯ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

ছবি

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে জবি শিক্ষককদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

প্রথম ধাপে কলেজ পায়নি ৪৮ হাজার শিক্ষার্থী

ছবি

১০-১৯ বছর বয়সের ৬৫ লাখ ছাত্রীকে ‘আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট’ খাওয়ানো হচ্ছে

ছবি

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনে প্রথম ধাপে কলেজ পায়নি ৪৮ হাজার শিক্ষার্থী

ছবি

৪র্থ ও ৫ম শ্রেণীর নতুন বই প্রণয়নে সমন্বয়হীনতা

ছবি

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স ৪র্থ ও ডিগ্রি ২য় বর্ষের ২টি পরীক্ষা স্থগিত

পিরোজপুরে সাংবাদিকবৃন্দের সঙ্গে প্রবিপির উপাচার্যের মতবিনিময়

ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমলো, খুলছে ২৬ জুন

ছবি

সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত ৮ জুলাই পর্যন্ত

নতুন শিক্ষাক্রমে স্কুলে শিখন সময় বাড়ছে সাড়ে ৪ ঘণ্টার স্থলে ৬ ঘণ্টা ক্লাস হবে

ছবি

বোরহানির উপকারিতা

ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি কমতে পারে

ছবি

শামুক নিয়ে গবেষণায় রাবির গবেষক দলের সাফল্য

ছবি

৩০ শতাংশের বেশি শিক্ষার্থী স্কুলে আসে না

রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

ছবি

শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের ৫,৪০০ জনের ফাউন্ডেশন ইংলিশ টেস্ট সম্পন্ন

ছবি

নোবিপ্রবি’র আয়োজনে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি

এইচএসসি পরীক্ষা চলাকালেও শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে ক্লাস

ছবি

এসএসসি: পুনঃনিরীক্ষণে পরিবর্তন হলো ঢাকা বোর্ডের ২৭২৩ জনের ফল

ছবি

ইউআইটিএস-এ গবেষণা প্রকাশনার উপর আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত

ছবি

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন সময় বাড়লো দুই দিন

সব শিক্ষককে প্রশিক্ষণ না দিয়েই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন

ছবি

শিক্ষা ক্যাডার: নির্বাচনী ইশতেহার ঘোষণা করল শাহেদ-তানভীর-মোস্তাফিজ প্যানেল

ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় বিশ্ববিদ্যালয়ের ৫৫ শতাংশ শিক্ষার্থী, তাদের ৩৯ শতাংশ শিক্ষার্থীর মনে আত্মহত্যার চিন্তা আসে

ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ক্লাস শুরু ২৩ জুন

অ্যাসোসিয়েশন নির্বাচনের ৩ দিন আগে বদলি নিয়ে শিক্ষা ক্যাডারে অস্থিরতা

উচ্চ শিক্ষিতদের ৩৯ শতাংশ বেকার, সরকারি জরিপ

বিকাশে একাদশ শ্রেণির ভর্তির আবেদন ফি

ছবি

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তিমেলায় চলছে বিশেষ ছাড়

ছবি

প্রতিটি কলেজে শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিত করতে চাই : মশিউর রহমান

এইচএসসি পরীক্ষা ৩০ জুনই শুরু হবে : ঢাকা শিক্ষা বোর্ড

ছবি

৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত জবিয়ানদের মিলনমেলা

ছবি

চীনের ৭তলা ভবন থেকে লাফিয়ে পড়লেন বাংলাদেশি শিক্ষার্থী

ছবি

যুক্তরাষ্ট্রে কৌশিক সাহার পিএইচডি ডিগ্রি অর্জন

tab

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে ৯ জুন

কুবি প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

উপাচার্য-শিক্ষকের দ্বন্দ্বে ৩৯ দিন বন্ধ থাকার পর আগামী রোববার (৯ জুন) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। তবে সকল শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা শুরু হবে আগামী ২৩ জুন।

বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৯ ফেব্রুয়ারি বিকেল চারটায় উপাচার্যের দপ্তরে শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যদের সঙ্গে বিভিন্ন দাবি নিয়ে উপাচার্যের বাগবিতণ্ডা হয়। ওই সময় ছাত্রলীগের সাবেক নেতারা ও কর্মকর্তা সমিতির এক নেতা শিক্ষকদের হেনস্তা করেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক সমিতি তিন দফা দাবি দেয়। সেই সঙ্গে থানায় সাধারণ ডায়েরিও করেন।

১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি। এরপর ঈদুল ফিতরের বন্ধ হয়। পরে বিশ্ববিদ্যালয় খোলা হয়। কিন্তু তিন দিন ক্লাস হওয়ার পর আবারও আন্দোলন শুরু হয়।

২৫ এপ্রিল সাত দফা দাবি বাস্তবায়ন নিয়ে উপাচার্য এ এফ এম আবদুল মঈন, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান ও প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর দপ্তরে তালা দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে তাঁদেরকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে।

শিক্ষক সমিতির ৭ দফা দাবির মধ্যে ছিল ১৯ ফেব্রুয়ারি উপাচার্যের দপ্তরে শিক্ষকদের ওপর হামলার নেতৃত্ব দেওয়া কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বহিষ্কার করা ও ঘটনার তদন্ত করা। পাশাপাশি প্রক্টর কাজী ওমর সিদ্দিকীকে অপসারণ করা। অন্য দাবিগুলোর মধ্যে আছে ঢাকার অতিথিশালা শিক্ষক-কর্মকর্তাদের জন্য অবমুক্ত করা; অধ্যাপক গ্রেড ১ ও ২-তে আবেদন করা শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করা; কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিভাগীয় প্রধান ও ডিন নিয়োগ এবং ইতিমধ্যে বেআইনিভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রত্যাহার করা; শিক্ষক নিয়োগ, পদোন্নতি স্থায়ীকরণে আইনবহির্ভূত শর্তারোপ করে জ্যেষ্ঠতা ক্ষুণ্নের বিষয়টি নিষ্পত্তি করা; ৯০তম সিন্ডিকেট সভায় বিতর্কিত শিক্ষা ছুটি নীতিমালা প্রত্যাহার করে আগের নীতিমালা বহাল এবং ৮৬তম সিন্ডিকেট সভায় অনুমোদিত স্থায়ীকরণ সিদ্ধান্ত বাতিল করা।

২৭ এপ্রিল বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামানের গাড়ি প্রধান ফটকে আটকে দেয়।

পরদিন ২৮ এপ্রিল বেলা একটায় উপাচার্য এ এফ এম আবদুল মঈন প্রশাসনিক ভবনের নিজ দপ্তরে যাওয়ার জন্য ছাত্রলীগের সাবেক অন্তত ২০ জন নেতা ও তাঁর অনুসারী কিছু শিক্ষককে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন। এসময় শিক্ষক সমিতির নেতারা তাঁদের বাধা দেন।

এই সময়ে উপাচার্য ও ছাত্রলীগের নেতা–কর্মীরা শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি, কিলঘুষি ও হামলায় জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন শিক্ষক হেনস্তার শিকার হন।

এরই পরিপ্রেক্ষিতে উপাচার্যসহ ছাত্রলীগের সাবেক নেতাসহ ২০ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষক সমিতির ছয়জনের নামে পাল্টা অভিযোগ দায়ের করেন।

৩০ এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করে দেওয়া হয়।

একই সঙ্গে শিক্ষকদের দাবি দাওয়া ও ২৮ এপ্রিলের ঘটনা নিয়ে দুটি তদন্ত কমিটি হয়। এরপর থেকে আর বিশ্ববিদ্যালয় খোলেনি। তবে গতকাল বুধবার পর্যন্ত টানা ১৮ কর্মদিবস শিক্ষক সমিতি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার বিকেল সাড়ে চারটায় সিন্ডিকেটের সভা শুরু হয়। সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালের দপ্তরের পাশের একটি কক্ষে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন। সভায় ১৬ জন সিন্ডিকেট সদস্যের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই সভা চলে।

সভায় বলা হয়, ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি। ২১ ও ২২ জুন শুক্র-শনিবার। এ অবস্থায় ২৩ জুন থেকে ক্লাস শুরু করতে হবে। অফিস খোলা হবে ৯ জুন থেকে। পরে সিন্ডিকেট সদস্যরা ঐকমত্য হয়ে ওই সিদ্ধান্তে পৌঁছান। সভায় শিক্ষকদের সাত দফা দাবি নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়। দাবিগুলোর বেশির ভাগই পূরণ হওয়ার পথে বলে সিন্ডিকেটকে জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালের বাংলোতে শিক্ষক সমিতির নেতা, উপাচার্য ও উপাচার্যপন্থী শিক্ষকেরা প্রাথমিক আলোচনায় বসেন। সেখানে বিবদমান পক্ষগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সিন্ডিকেট সদস্য উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান শিক্ষক সমিতির সাত দফা দাবির বেশির ভাগই পূরণ করা হয়েছে। কিছু দাবি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে উপাচার্যের দপ্তরে শিক্ষকদের ‘থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন তিনি।

এ ছাড়া শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কমিটি গঠন করা হয়।

back to top