alt

শিক্ষা

ভিসি নিয়োগ না করে পাবলিক বিশ্ববিদ্যালয় চালু হবে না : শিক্ষা উপদেষ্টা

সংবাদ অনলাইন রিপোর্ট : বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

উপাচার্য (ভিসি) নিয়োগ না করা পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এছাড়া নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক (মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য) বিভাগ আলাদা থাকবে বলে তিনি জানিয়েছেন। শিক্ষা উপদেষ্টা বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি আর নয়

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, চর দখলের মতো একটা রাজনৈতিকভাবে গঠিত পরিচালনা কমিটি চলে গেল, আরেকটা দল এসে দখল করলো- এটা তারা চান না। এটা হলে তো আর ‘লাভ’ হলো না। সরকার চাই গুণগত মান শিক্ষায় আসুক।

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘রাজনৈতিকভাবে তৈরি’ করা কমিটি থাকার কথা নয় মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘আমি বলেছিলাম বেসরকারি স্কুল-কলেজের পুরো কমিটিকেই বাতিল করতে, কিন্তু কোনো কারণে বোধহয় শুধু সভাপতিকে বাতিল করা হয়েছে। আসলে পুরো কমিটিকেই বাতিল করার কথা, কারণ এগুলো তো সবই রাজনৈতিকভাবে তৈরি করা কমিটি।’

অভিভাবক নেই ৪০ বিশ্ববিদ্যালয়ে
দেশে ৫০টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৪০টির মতো বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক নেই। ৪২টিতে উপাচার্য নেই। উপাচার্য নিয়োগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না।

সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া চলছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সবার গ্রহণযোগ্য’ ব্যক্তিকে ভিসি নিয়োগ করা হবে। এজন্য তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারসহ শীর্ষ পদধারীরা পদত্যাগ করতে থাকেন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত ১৮ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলেনি।

এইচএসসির বাতিল পরীক্ষার মূল্যায়নের পদ্ধতি এখনও ঠিক হয়নি
এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা বাতিলের পর কীভাবে মূল্যায়ন হবে সে বিষয়ে বুধবার নাগাদ সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

বাতিল হওয়া পরীক্ষাগুলোর কীভাবে মূল্যায়ন হবে জানতে চাইলে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমার কোনো ধারণা নেই। কালকে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, আমি এখন পর্যন্ত চিন্তা করার সুযোগ পাইনি। বোর্ড আছে, এক্সপার্ট আছে। তারা এটা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবে। বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন।’

গত ৩০ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষিতে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সর্বশেষে ১১ সেপ্টেম্বর থেকে নতুন সূচিতে পরীক্ষা নেয়ার কথা তাও নেয়া সম্ভব হয়নি।

নতুন করে আর পরীক্ষা না নিয়ে যেগুলো হয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে এইচএসসির ফল প্রকাশের দাবিতে ২০ আগস্ট দুপুরে শতাধিক পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। তারা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে তাদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা। এর পর বিকেলে অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এবার এইচএসসি ও সমমানে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে সম্মতি নটর ডেম শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছিল নটর ডেম কলেজের পরীক্ষার্থীরা। পরীক্ষা নেয়াসহ তিন দফা দাবিতে আন্দোলনের ডাকও দিয়েছিল তারা। পরদিনই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পরীক্ষা বাতিলের আদেশ মেনে নিয়েছে নটর ডেম কলেজটির পরীক্ষার্থীরা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নটর ডেম শিক্ষার্থীরা বলেন, শিক্ষা উপদেষ্টার বক্তব্য ও দেশের বন্যা পরিস্থিতির কারণে পাল্টা কর্মসূচিতে না গিয়ে তারা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কলেজটির সাধারণ শিক্ষার্থী ও গ্রুপ ক্যাপ্টেনরা এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নটর ডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের নামে যেসব বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেগুলোর সঙ্গে কলেজের অধিকাংশ শিক্ষার্থীর কোনো সংযোগ নেই। সাম্প্রতিক পরিস্থিতিতে বুধবার শিক্ষা উপদেষ্টার বিবৃতির পর সব গ্রুপে জনমত যাচাই করে ক্যাপ্টেনরা একটি সাধারণ বিবৃতি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘গত ২০ আগস্ট সচিবালয়ে এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং যে পদ্ধতিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন। নটর ডেম কলেজে শিক্ষার্থীদের একাংশ এ সিদ্ধান্তের সঙ্গে একমত না হলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত মেনে নিতে আমরা প্রস্তুত। দেশব্যাপী দুর্যোগ ও বিভিন্ন পক্ষের সহিংস কর্মকা- ঘটানোর আশঙ্কায় পাল্টা কোনো কর্মসূচি দিতে আমরা আগ্রহী নই।’

নবম শ্রেণীতে বিভাগ আলাদা থাকবে
নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এছাড়া নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাটসহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারে পদক্ষেপ নিবো।’

নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণী থেকে বিভাগ বিভাজন রাখা হয়নি। ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিকের দ্বিতীয় ও তৃতীয় এবং মাধ্যমিকের ৮ম ও ৯ম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৫ সালে এ ব্যাচের শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উঠবে, তখন বিভাগ বিভাজনের সুযোগ থাকবে না বলে সদ্য সাবেক সরকারের সিদ্ধান্ত ছিল। ২০২৬ সালে এ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ

ছবি

এনসিটিবি ঘেরাও নিয়ে দুই সংগঠনের পাল্টাপাল্টি অবস্থান

শিক্ষাবর্ষের ১৪ দিন গড়ালেও সব শিক্ষার্থী পাঠ্যবই পায়নি

ছবি

গত বছর বিডিকলিংয়ে আইসিটি প্রশিক্ষণ নিয়েছে ৫ হাজারের বেশি শিক্ষার্থী

পীরগাছায় অধ্যক্ষ পদ শূন্য: সংকটে শিক্ষক-কর্মচারী ও প্রশাসনিক কার্যক্রম

প্রকল্পের আওতায় সাধারণ হাইস্কুলে বৃত্তিমূলক শিক্ষা, ৫ বছরেও শিক্ষক নিয়োগের সুরাহা হয়নি

মাধ্যমিকের ৩টি বইয়ের ছাপা ২০ জানুয়ারির মধ্যে শেষ করতে চায় এনসিটিবি

জাবিতে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনি ও ভিসি কোটা বাতিল; ইউনিট থাকছে ৭টি

ছবি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: গুচ্ছে থাকতে ‘তৃতীয় অনুরোধ’ মন্ত্রণালয়ের

চার বছর পর ৬ লাখ শিক্ষার্র্থীর বৃত্তির বকেয়া টাকা ছাড়

ছবি

মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ

ছবি

প্রাথমিক শিক্ষা উন্নয়নে জাইকা ও সরকারের ৩৭.৮ কোটি টাকার অনুদান চুক্তি স্বাক্ষর

ছবি

৩০ ডিসেম্বরের মধ্যে স্কুলে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ

ছবি

২০ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয়

ছবি

অভিবাসীদের দক্ষতা উন্নয়নে আমি প্রবাসী ও শিখো

ছবি

স্কুলে ভর্তির ফল প্রকাশ,‌ জানবেন যেভাবে

ছবি

প্রাথমিকের মাত্র ১ কোটি বই উপজেলায় পৌঁছেছে

ছবি

আইডাব্লিউএস অনলাইন স্কুলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ৪০% পর্যন্ত স্কলারশিপ

ছবি

বাউবি প্রকাশ করেছে ২০২৪ সালের এইচএসসি (নিশ-১) পরীক্ষার ফলাফল

ছবি

টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের মধ্যে সেরা ড্যাফোডিল ইউনিভার্সিটি

ছবি

অবসর প্রদানের ক্ষেত্রে সরকারি চাকরি আইন ২০১৮ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও বলবৎ হবে

পাঠ্যপুস্তক ছাপা ও শিক্ষাক্রমের ওপর ‘শে^তপত্র’ প্রকাশ: বই ছাপায় অনিয়ম-দুর্নীতির তথ্য পায়নি এনসিটিবি

ছবি

টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

ছবি

২০২৫ সালের এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল শুরু, রুটিন প্রকাশ

ছবি

র‌্যাগিংয়ের দায়ে চুয়েটের ১১ শিক্ষার্থী ছয় মাসের জন্য বহিষ্কার

ইএফটিতে শিক্ষকদের এমপিও প্রক্রিয়ায় জটিলতা

ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অস্থায়ী সমাধান

ছবি

স্কুলে ভর্তির ‘ভাগ্য নির্ধারণ’ ১৭ ডিসেম্বর, মাউশির বিজ্ঞপ্তি

ছবি

৮৫ শতাংশ উপস্থিতি ছাড়া প্রাথমিকে উপবৃত্তি নয়

ছবি

১১তম বেলটা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ স্থগিত আদেশ বহাল

ছবি

প্রাথমিকে শরীরচর্চা, সংগীত, চারুকলার শিক্ষক নিয়োগের উদ্যোগ: উপদেষ্টা

ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের বেকারত্ব ২৮ শতাংশ

ছবি

আইসিপিসি ঢাকা রিজিওনাল ২০২৪ এ চ্যাম্পিয়ন শাহজালাল বিশ্ববিদ্যালয়

ছবি

স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন করে ১৭ ডিসেম্বর

মাধ্যমিকের ৩১ কোটি বই ছাপার কাজ এখনও শুরু হয়নি

tab

শিক্ষা

ভিসি নিয়োগ না করে পাবলিক বিশ্ববিদ্যালয় চালু হবে না : শিক্ষা উপদেষ্টা

সংবাদ অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

উপাচার্য (ভিসি) নিয়োগ না করা পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এছাড়া নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক (মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য) বিভাগ আলাদা থাকবে বলে তিনি জানিয়েছেন। শিক্ষা উপদেষ্টা বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি আর নয়

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, চর দখলের মতো একটা রাজনৈতিকভাবে গঠিত পরিচালনা কমিটি চলে গেল, আরেকটা দল এসে দখল করলো- এটা তারা চান না। এটা হলে তো আর ‘লাভ’ হলো না। সরকার চাই গুণগত মান শিক্ষায় আসুক।

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘রাজনৈতিকভাবে তৈরি’ করা কমিটি থাকার কথা নয় মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘আমি বলেছিলাম বেসরকারি স্কুল-কলেজের পুরো কমিটিকেই বাতিল করতে, কিন্তু কোনো কারণে বোধহয় শুধু সভাপতিকে বাতিল করা হয়েছে। আসলে পুরো কমিটিকেই বাতিল করার কথা, কারণ এগুলো তো সবই রাজনৈতিকভাবে তৈরি করা কমিটি।’

অভিভাবক নেই ৪০ বিশ্ববিদ্যালয়ে
দেশে ৫০টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৪০টির মতো বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক নেই। ৪২টিতে উপাচার্য নেই। উপাচার্য নিয়োগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না।

সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া চলছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সবার গ্রহণযোগ্য’ ব্যক্তিকে ভিসি নিয়োগ করা হবে। এজন্য তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারসহ শীর্ষ পদধারীরা পদত্যাগ করতে থাকেন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত ১৮ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলেনি।

এইচএসসির বাতিল পরীক্ষার মূল্যায়নের পদ্ধতি এখনও ঠিক হয়নি
এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা বাতিলের পর কীভাবে মূল্যায়ন হবে সে বিষয়ে বুধবার নাগাদ সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

বাতিল হওয়া পরীক্ষাগুলোর কীভাবে মূল্যায়ন হবে জানতে চাইলে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমার কোনো ধারণা নেই। কালকে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, আমি এখন পর্যন্ত চিন্তা করার সুযোগ পাইনি। বোর্ড আছে, এক্সপার্ট আছে। তারা এটা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবে। বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন।’

গত ৩০ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষিতে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সর্বশেষে ১১ সেপ্টেম্বর থেকে নতুন সূচিতে পরীক্ষা নেয়ার কথা তাও নেয়া সম্ভব হয়নি।

নতুন করে আর পরীক্ষা না নিয়ে যেগুলো হয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে এইচএসসির ফল প্রকাশের দাবিতে ২০ আগস্ট দুপুরে শতাধিক পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। তারা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে তাদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা। এর পর বিকেলে অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এবার এইচএসসি ও সমমানে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে সম্মতি নটর ডেম শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছিল নটর ডেম কলেজের পরীক্ষার্থীরা। পরীক্ষা নেয়াসহ তিন দফা দাবিতে আন্দোলনের ডাকও দিয়েছিল তারা। পরদিনই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পরীক্ষা বাতিলের আদেশ মেনে নিয়েছে নটর ডেম কলেজটির পরীক্ষার্থীরা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নটর ডেম শিক্ষার্থীরা বলেন, শিক্ষা উপদেষ্টার বক্তব্য ও দেশের বন্যা পরিস্থিতির কারণে পাল্টা কর্মসূচিতে না গিয়ে তারা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কলেজটির সাধারণ শিক্ষার্থী ও গ্রুপ ক্যাপ্টেনরা এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নটর ডেম কলেজের সাধারণ শিক্ষার্থীদের নামে যেসব বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেগুলোর সঙ্গে কলেজের অধিকাংশ শিক্ষার্থীর কোনো সংযোগ নেই। সাম্প্রতিক পরিস্থিতিতে বুধবার শিক্ষা উপদেষ্টার বিবৃতির পর সব গ্রুপে জনমত যাচাই করে ক্যাপ্টেনরা একটি সাধারণ বিবৃতি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘গত ২০ আগস্ট সচিবালয়ে এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং যে পদ্ধতিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন। নটর ডেম কলেজে শিক্ষার্থীদের একাংশ এ সিদ্ধান্তের সঙ্গে একমত না হলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত মেনে নিতে আমরা প্রস্তুত। দেশব্যাপী দুর্যোগ ও বিভিন্ন পক্ষের সহিংস কর্মকা- ঘটানোর আশঙ্কায় পাল্টা কোনো কর্মসূচি দিতে আমরা আগ্রহী নই।’

নবম শ্রেণীতে বিভাগ আলাদা থাকবে
নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এছাড়া নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাটসহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারে পদক্ষেপ নিবো।’

নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণী থেকে বিভাগ বিভাজন রাখা হয়নি। ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিকের দ্বিতীয় ও তৃতীয় এবং মাধ্যমিকের ৮ম ও ৯ম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৫ সালে এ ব্যাচের শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উঠবে, তখন বিভাগ বিভাজনের সুযোগ থাকবে না বলে সদ্য সাবেক সরকারের সিদ্ধান্ত ছিল। ২০২৬ সালে এ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

back to top