image

অক্টোবরেই এইচএসসির ফল: অধ্যাপক তপন

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল অক্টোবর মাসে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, অক্টোবরের মাঝামাঝিতে রেজাল্ট হবে।

আজ বুধবার গণমাধ্যমকে একথা জানান তিনি।

তপন কুমার বলেন, যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে হবে, যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলোর এসএসসিতে যে নম্বর পেয়েছে সেটাই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হবে।

তবে বন্যা বা সহিংসতার কারণে কোনো উত্তরপত্র ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

‘শিক্ষা’ : আরও খবর

» শিক্ষা ক্যাডারে ২৭০৬ জনের পদোন্নতি

সম্প্রতি