image

এইউপিএফ’র আন্তর্জাতিক সম্মেলনে ড্যাফোডিল ইউনিভার্সিটি

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম (এইউপিএফ) এর আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। সম্মেলনের একটি সেশনে অংশগ্রহন করে ডিআইইউ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং এইউপিএফ-এর বর্তমান কমিটির সদস্য ড. মো. সবুর খান। লিথুনিয়া, ম্যাকাউ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ভারতের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গের অংশগ্রহণে সেশনটি সঞ্চালনা করেন তিনি।

গত ৩১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে ডং সিও ইউনিভার্সিটিতে এইউপিএফের তিনদিনব্যাপী (৩০ অক্টোবর-১ নভেম্বর) সম্মেলনে এই সেশনটি আয়োজিত হয়। এ বছর এইউপিএফের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি দেশের ৫০জন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘শিক্ষা’ : আরও খবর

» শিক্ষা ক্যাডারে ২৭০৬ জনের পদোন্নতি

সম্প্রতি