image

এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি

রোববার, ১০ নভেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারিতে (বিডিএস) ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দিন মাতুব্বর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মন্ত্রণালয়ে বিএমডিসিসহ সব স্টেকহোল্ডারদের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে এমবিবিএস এবং বিডিএসের পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি