image

স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন করে ১৭ ডিসেম্বর

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন করে ১৭ ডিসেম্বর করা হয়েছে। ১২ ডিসেম্বর এই লটারি হওয়ার কথা ছিল।

আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ লটারি আয়োজনের প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের।

অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ১২ ডিসেম্বরের পরিবর্তে ১৭ ডিসেম্বর ভর্তি লটারি আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন।

একই শাখার সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী বলেছেন, সময় বদলে ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে স্কুলে ভর্তির লটারি আয়োজনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তবে লটারির তারিখ পরিবর্তনের কারণ নিয়ে মন্তব্য করতে চাননি কর্মকর্তারা।

‘শিক্ষা’ : আরও খবর

» শিক্ষা ক্যাডারে ২৭০৬ জনের পদোন্নতি

সম্প্রতি