ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগ কার্যক্রম স্থগিতের আদেশ আপাতত বহাল রয়েছে। আপিল বিভাগ আগামী ২৫ জানুয়ারির মধ্যে হাইকোর্টে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে।
হাইকোর্টের ১৯ নভেম্বরের আদেশে ফলাফল প্রকাশ ও নিয়োগপত্র প্রদানসহ সংশ্লিষ্ট কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছিল। আজ সোমবার এই আবেদন শুনানি শেষে আপিল বিভাগ আদেশটি বহাল রাখে।
এর আগে ২০২৩ সালের ১৪ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬,৫৩১ জন প্রার্থীকে নির্বাচিত করে ৩১ অক্টোবর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তবে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ৩১ প্রার্থী রিট করেন এবং এর ভিত্তিতে হাইকোর্ট রুল জারি করে।
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগ কার্যক্রম স্থগিতের আদেশ আপাতত বহাল রয়েছে। আপিল বিভাগ আগামী ২৫ জানুয়ারির মধ্যে হাইকোর্টে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে।
হাইকোর্টের ১৯ নভেম্বরের আদেশে ফলাফল প্রকাশ ও নিয়োগপত্র প্রদানসহ সংশ্লিষ্ট কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছিল। আজ সোমবার এই আবেদন শুনানি শেষে আপিল বিভাগ আদেশটি বহাল রাখে।
এর আগে ২০২৩ সালের ১৪ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬,৫৩১ জন প্রার্থীকে নির্বাচিত করে ৩১ অক্টোবর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তবে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ৩১ প্রার্থী রিট করেন এবং এর ভিত্তিতে হাইকোর্ট রুল জারি করে।