সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী তার প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে তার জানাজা না হওয়া নিয়ে সমালোচনার বিষয়ে কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রাক্তন উপাচার্য ও অধ্যাপকের মৃত্যুতে প্রচলিত রীতি অনুসারে ক্যাম্পাসে মাইকিং, শোকবার্তা প্রকাশ, কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ও দাফনের স্থান নির্ধারণ করা হয়, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মানের সঙ্গে গ্রহণ করেছে।
গত বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শুক্রবার বেলা ১১টায় তার প্রথম জানাজা হয় বাসার পাশের বায়তুল আকসা জামে মসজিদের সামনে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানও উপস্থিত ছিলেন। পরে ধানমন্ডি ৬-এর শাহী ঈদগাহে নেওয়া হয় তাকে, যাতে শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।
জুমার নামাজের পর ঈদগাহ জামে মসজিদ ও ঈদগাহ মাঠে আরও দুটি জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়।
শনিবার, ১৫ মার্চ ২০২৫
সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী তার প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে তার জানাজা না হওয়া নিয়ে সমালোচনার বিষয়ে কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রাক্তন উপাচার্য ও অধ্যাপকের মৃত্যুতে প্রচলিত রীতি অনুসারে ক্যাম্পাসে মাইকিং, শোকবার্তা প্রকাশ, কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ও দাফনের স্থান নির্ধারণ করা হয়, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মানের সঙ্গে গ্রহণ করেছে।
গত বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শুক্রবার বেলা ১১টায় তার প্রথম জানাজা হয় বাসার পাশের বায়তুল আকসা জামে মসজিদের সামনে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানও উপস্থিত ছিলেন। পরে ধানমন্ডি ৬-এর শাহী ঈদগাহে নেওয়া হয় তাকে, যাতে শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।
জুমার নামাজের পর ঈদগাহ জামে মসজিদ ও ঈদগাহ মাঠে আরও দুটি জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়।