রাজধানী ঢাকায় ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে অনুমোদনের চিঠি পাঠায়।
সরকার মোট ২২টি শর্তে বিশ্ববিদ্যালয়টি স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের মেয়াদ হবে সাত বছর। এছাড়া, প্রতিষ্ঠানটিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর সব বিধান মেনে চলতে হবে।
শর্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। পাশাপাশি, অন্তত তিনটি অনুষদ এবং ছয়টি বিভাগ চালু করতে হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা রাখা বাধ্যতামূলক।
দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৫। নতুন এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের ফলে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬-তে। তবে এর মধ্যে কয়েকটি এখনো কার্যক্রম শুরু করেনি।