image

পেছালো এসএসসির গণিত পরীক্ষা, নতুন সময়সূচি প্রকাশ

বুধবার, ১৯ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষা এক দিন পিছিয়ে ২১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন সময়সূচি প্রকাশ করেছে।

এর আগে গণিত পরীক্ষা ২০ এপ্রিল ইস্টার সানডের ছুটির দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে আলোচনার পর বোর্ড পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল এবং শেষ হবে ১৩ মে। প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে এবং শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে।

তত্ত্বীয় পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে পর্যন্ত নেওয়া হবে।

এর আগে ১৩ এপ্রিল নির্ধারিত বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাও বৈসাবি উৎসবের কারণে পিছিয়ে ১৩ মে নেওয়া হয়। পরে ২০ এপ্রিলের গণিত পরীক্ষা নিয়ে আলোচনা হওয়ায় নতুন করে সময়সূচিতে পরিবর্তন আনা হলো।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি