সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ১৪ জুন ২০২৫

ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২৬ জুন

image

ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২৬ জুন

শনিবার, ১৪ জুন ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)-তে উপাচার্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে নিয়োগ পেতে অধ্যাপক পদে কর্মরত যোগ্য প্রার্থীদের ২৬ জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

শিক্ষা উপদেষ্টা ও সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগে গঠিত সার্চ কমিটির সভাপতি চৌধুরী রফিকুল আবরারের স্বাক্ষরে গত ৪ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। পদটির যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিস বোর্ডে পাওয়া যাবে।

যোগ্যতা অনুযায়ী কুয়েটের ভিসি পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে আবেদনকারীদের পিএইচডি ডিগ্রিধারী হতে হবে।

উভয় পদে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে হবে এবং ন্যূনতম ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা ৫ বছরের গবেষণাসহ অন্তত ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা, শিক্ষা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ছাত্রকল্যাণ ও একাডেমিক কাজে নেতৃত্বদানের অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক বা প্রশাসনিক দায়িত্ব পালনকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

প্রার্থীর আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে (কিউ-১ থেকে কিউ-৪) উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রকাশনা, গবেষণাগ্রন্থ বা পাঠ্যপুস্তক থাকতে হবে এবং বয়স হতে হবে অন্তত ৪৫ বছর। আন্তর্জাতিক পরিমণ্ডলে পাণ্ডিত্য স্বীকৃতি থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।

আবেদন প্রক্রিয়ায় বলা হয়েছে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ২৬ জুন বিকেল ৫টার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠাতে হবে।

গত ১৯ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগে একটি সার্চ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। এই কমিটির সভাপতি করা হয় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

৪ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে চৌধুরী রফিকুল আবরার বলেন, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যোগ্য উপাচার্য খুঁজতে বিজ্ঞাপন দিয়ে আবেদন আহ্বান করা হচ্ছে। দুটি বিশ্ববিদ্যালয়ে উচ্চ পদে শূন্যতা থাকায় নির্বাচনি প্যানেল তৈরি করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাঁর আশাবাদ, যোগ্যতা ও প্রতিযোগিতার ভিত্তিতে উপাচার্য নিয়োগ হলে ভবিষ্যৎ প্রজন্ম দেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে।

গত ১৩ মে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানি এবং ট্রেজারার মো. মামুন অর রশিদকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক এস কে শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ১ মে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে চুয়েটের অধ্যাপক মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হলেও ২২ মে তিনি পদত্যাগ করেন।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের নিয়োগ দেওয়া হয়েছিল।

‘শিক্ষা’ : আরও খবর

» সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি

» কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের আনান মুস্তাফিজ

» বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী নিচ্ছে না যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়

» যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি করছে না

» পরীক্ষা নিচ্ছেন সাবেক শিক্ষক ও অভিভাবকরা

» মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে, প্রাথমিকের বার্ষিক পরীক্ষা বর্জন

» সাউর্দান মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিচ্ছে দেশ-বিদেশের ৫৫৪ জন গবেষক

» ফলের ভিত্তিতে এইচএসসিতে বৃত্তি পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

» ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু

» ৫০তম বিসিএসের প্রিলি. ৩০ জানুয়ারি ও লিখিত পরীক্ষা ৯ এপ্রিল শুরু

» স্কুলে ভর্তিতে পাঁচদিনে সারাদেশে তিন লাখ ৬০ হাজার আবেদন

» ‘মানোন্নয়ন ও শ্রেণিবিন্যাস’র জন্য ৭০৮টি সরকারি কলেজ ৪ ভাগে বিভক্ত হলো

» সাত কলেজের বিশ্ববিদ্যালয়: অধ্যাদেশ হয়নি, ‘আইনবহির্ভূত’ ক্লাসে অনীহা শিক্ষকদের

» শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

» নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া সম্ভব হবে: এনসিটিবি

» ঢাকার ৭ সরকারি কলেজে শিক্ষকদের তিনদিনের কর্মবিরতি শুরু

» ‘দক্ষ শিক্ষক’ নিয়োগে পিটিআইয়ে চালু হচ্ছে ১০ মাসের ডিপ্লোমা প্রোগ্রাম

» চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ: বাংলাদেশে তিন প্রতিষ্ঠানে বিশেষ প্রমোশনাল সেমিনার

» এইচএসসির খাতা চ্যালেঞ্জ: ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ২০১ জন

» বেসরকারি স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ডিসি ও ইউএনও