আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ শনিবার নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছে। স্কুল অ্যান্ড কলেজ মুক্তমঞ্চে আয়োজিত এ বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল কাইয়ুম। অনুষ্ঠানে চলতি বছর এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ন অবদানের জন্য নারায়ণগঞ্জের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় চার হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সকাল ৯টা থেকে কৃতি ছাত্রীদের এবং বিকাল ৩টা থেকে কৃতি ছাত্রদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিভাবক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী,শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শনিবার, ২৬ জুলাই ২০২৫
আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ শনিবার নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছে। স্কুল অ্যান্ড কলেজ মুক্তমঞ্চে আয়োজিত এ বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল কাইয়ুম। অনুষ্ঠানে চলতি বছর এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ন অবদানের জন্য নারায়ণগঞ্জের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় চার হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সকাল ৯টা থেকে কৃতি ছাত্রীদের এবং বিকাল ৩টা থেকে কৃতি ছাত্রদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিভাবক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী,শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।