ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্নাতক আবরার জাওয়াদ হক ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ মারিয়া স্কোডোস্কা-কুরি ডক্টরাল ফেলোশিপ লাভ করেছেন।
আইইউবির পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাবিশ্বের ১৬০ জন আবেদনকারীর মধ্য থেকে আবরারকে এই ফেলোশিপের জন্য বাছাই করা হয়েছে।
ইইউ’র হরাইজন ইউরোপ প্রোগ্রামের আওতায় এই ফেলোশিপে তিনি আগামী সেপ্টেম্বর থেকে জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করবেন। তাঁর গবেষণার বিষয় ‘ন্যানোডিভাইসেস ফর বায়োন্যানো পার্টিকেলস’। গবেষণা কার্যক্রম পরিচালিত হবে কার্লসরুয়ে ইনস্টিটিউট অব টেকনোলজি এবং লেইডেন বিশ্ববিদ্যালয়ে।
এর আগে আবরার ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস মুন্ডুস মাস্টার্স স্কলারশিপ অর্জন করেন ‘স্মার্ট সিস্টেমস’ বিষয়ে। এছাড়া তিনি বিশ্বের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান সার্ন ও সিনটেফ-এ ইন্টার্ন হিসেবে কাজ করেছেন।
আইইউবিতে পড়ার সময় তিনি উচ্চ দক্ষতাসম্পন্ন সৌরকোষ প্রযুক্তি বিষয়ক গবেষণায় যুক্ত ছিলেন।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্নাতক আবরার জাওয়াদ হক ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ মারিয়া স্কোডোস্কা-কুরি ডক্টরাল ফেলোশিপ লাভ করেছেন।
আইইউবির পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাবিশ্বের ১৬০ জন আবেদনকারীর মধ্য থেকে আবরারকে এই ফেলোশিপের জন্য বাছাই করা হয়েছে।
ইইউ’র হরাইজন ইউরোপ প্রোগ্রামের আওতায় এই ফেলোশিপে তিনি আগামী সেপ্টেম্বর থেকে জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করবেন। তাঁর গবেষণার বিষয় ‘ন্যানোডিভাইসেস ফর বায়োন্যানো পার্টিকেলস’। গবেষণা কার্যক্রম পরিচালিত হবে কার্লসরুয়ে ইনস্টিটিউট অব টেকনোলজি এবং লেইডেন বিশ্ববিদ্যালয়ে।
এর আগে আবরার ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস মুন্ডুস মাস্টার্স স্কলারশিপ অর্জন করেন ‘স্মার্ট সিস্টেমস’ বিষয়ে। এছাড়া তিনি বিশ্বের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান সার্ন ও সিনটেফ-এ ইন্টার্ন হিসেবে কাজ করেছেন।
আইইউবিতে পড়ার সময় তিনি উচ্চ দক্ষতাসম্পন্ন সৌরকোষ প্রযুক্তি বিষয়ক গবেষণায় যুক্ত ছিলেন।