পলাশে মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার আলো`র উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরে বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন করে অংশগ্রহণকারী ১০০ জন পরীক্ষার্থীদের মধ্যে ভাল ফলাফলকারী ৭ জন এবং অস্বচ্ছল মেধাবী ১৩ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এ পরীক্ষাকে কেন্দ্র করে দুপুর থেকেই শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পরীক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্র দিয়ে বাহিরে অপেক্ষা করতে থাকেন। এসময় তাদের এক মিলনমেলায় পরিনত হয়।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। পরীক্ষা ভালো হয়েছে। আশা করি আমি এই পরীক্ষায় বৃত্তি পাবো।
পরীক্ষার্থীর অভিভাবক শহীদুল ইসলাম বলেন, মানবতার আলো সংগঠন শিক্ষাবৃত্তিসহ চালু করেছে, নিঃসন্দেহে একটি ভালো কাজ। আমার ছেলে এই প্রথম সংগঠনটির শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এতে আমার খুব ভালো ও আনন্দ লাগছে। এমন শিক্ষামূলক উদ্যোগ মানবতার আলো অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করি।
শিক্ষার্থীর অভিভাবক অন্যন্যা আক্তার বলেন, এমন একটি শিক্ষাবৃত্তির।আয়োজন করায় আমি মানবতার আলো সংগঠনকে ধন্যবাদ জানাই। আমি অনেক আশাবাদী আমার মেয়ে শিক্ষাবৃত্তি পাবে। আমি মনে করি সংগঠনটি যদি এভাবে প্রতিবছর এই উদ্যোগ চালু রাখে তাহলে শিক্ষার্থীরাও ভালোভাবে পড়ালেখা করার উৎসাহ পাবে।
পরীক্ষা কেন্দ্রের সচিব কুড়াইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দে বলেন, মানবতার আলো শিক্ষা বৃত্তি পরীক্ষায় পলাশ উপজেলার ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এই পরীক্ষায় তারা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়। সংগঠনটি অতীতেও শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছে, তাদের বৃত্তি প্রদান করেছে। তারা যেন ভবিষ্যতেও এই কাজ অব্যাহত রাখে সেজন্য তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
মানবতার আলো সংগঠনের প্রতিষ্ঠা সোহেল কুমার দে জানান, আমরা মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই শিক্ষা বৃত্তির আয়োজন করেছি। আমরা সামনে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের যেন বৃত্তি প্রদান করতে সেই জন্য কাজ করে যাচ্ছি। এ ধরনের কাজ আমাদের অব্যাহত থাকবে।