image
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু রবিবার

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। আজ রোববার সারাদেশে একযোগে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ লাখ ৪৬ হাজারের বেশি শিক্ষার্থী। বুধবার পর্যন্ত চলবে এ পরীক্ষা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার শনিবার সাংবাদিকদের বলেন, ‘দেশের ৬১১টি কেন্দ্রে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের তদারকিতে এ পরীক্ষা নেওয়া হবে। ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি শিক্ষা বোর্ডগুলো নিয়েছে।’

অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভিত্তিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে আলাদা আলাদা পরীক্ষা হলেও বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে একসঙ্গে।

বৃত্তি পরীক্ষার মোট নম্বর হবে ৪০০। বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বিজ্ঞানে ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা হবে ৩ ঘণ্টা সময়ে।

এ পরীক্ষার ফলের ভিত্তিতে ‘ট্যালেন্টপুল’ কোটায় ও ‘সাধারণ’ কোটায় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

গত সেপ্টেম্বরের ঘোষণা অনুযায়ী, ২১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরের মাসে সূচি সংশোধন করে ২৮ ডিসেম্বর করা হয়।

সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি