image

২০২৬ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ, কমলো ছুটি

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই তালিকা অনুযায়ী, ২০২৬ সালে শিক্ষা প্রতিষ্ঠানে মোট সরকারি ছুটি থাকবে ৬৪ দিন, যা গত বছরের তুলনায় ১২ দিন কম। গত ২০২৫ সালে মোট ছুটি ছিল ৭৬ দিন।

রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই শিক্ষাবর্ষ কার্যকর থাকবে। প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের পবিত্র রমজান মাসের প্রায় অর্ধেক সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১৯ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন, শীতকালীন অবকাশ ও যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন বন্ধ রাখা হবে। শিক্ষাপঞ্জিতে পরীক্ষার সম্ভাব্য তারিখও নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনি পরীক্ষা ২৬ জুন থেকে ১০ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করে ২৯ জুলাই ফলাফল প্রকাশ করতে হবে।

২০২৬ শিক্ষাবর্ষে নির্বাচনি পরীক্ষা ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে ১৮ নভেম্বরে। বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বরে।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি