image

এমপিও ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু শনিবার

সংবাদ অনলাইন রিপোর্ট

এমপিও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক-প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ। বেসরকারি শিক্ষক হতে ইতোমধ্যে নিবন্ধিতরা আগামী শনিবার থেকে এসব পদে নিয়োগের আবেদন করতে পারবেন।

মঙ্গলবার এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এই ৬৭ হাজারের বেশি শিক্ষক-প্রভাষক পদে নিয়োগ পেতে আবেদন করতে পারবেন শিক্ষক নিবন্ধন সনদধারী।

এমপিও স্কুল ও কলেজের ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসার ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৩৩টি পদে নিয়োগে এ বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ, যেটিকে ‘সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ বলে অভিহিত করছে সংস্থাটি।

এনটিআরসিএ বলছে, প্রার্থীরা www.ntrca.gov.bd Ges http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এ দুই ওয়েবসাইটেই শূন্য পদের তালিকা ও নিয়োগের শর্তাবলী পাওয়া যাবে। এ নিয়োগের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের পর ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন প্রার্থীরা।

আবেদনকারী প্রার্থী প্রতিটি আবেদনের বিপরীতে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের পদ পছন্দ দিতে পারবেন। যদি পছন্দের বাইরের প্রতিষ্ঠানে নিয়োগ পেতে ইচ্ছুক থাকেন, তাহলে সে সুযোগও পাবেন প্রার্থীরা। এনটিআরসিএ বলছে, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর। ২০২৫ সালের ৪ জুনে বৈধ নিবন্ধন সনদধারী যেসব প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর, তারা এ নিয়োগের আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ইতোমধ্যে কর্মরত এমপিও শিক্ষকরা সমপদে আবেদনের যোগ্য হবেন না। নিয়োগের আবেদন ফরম পূরণের সময়ই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি