জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেন পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র জাহিদ তাহসিন।
সোমবার (১২ জুন) দিনব্যাপী নরসিংদীর ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে হামদ বিষয়ের প্রতিযোগিতায় জাহিদ তাহসিন ১ম স্থাম অর্জন করেন। সে পলাশ উপজেলায়ও হামদ বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে এবার ১ম স্থান অর্জন করেন।
জাহিদ তাহসীন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের মো: শাখাওয়াত হোসেন সাকুর ছেলে।
এর আগে ২০২৩ সালেও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে ঢাকা বিভাগে হামদ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে জাহিদ তাহসিন। পরে ঢাকা বিভাগেও সে ১ম স্থান অর্জন করেন।
ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুর রহমান তালুকদার আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, জাহিদ তাহসীন ১ম স্থান অর্জন করায় আমরা সবাই খুশি। সে জেলা পর্যায় থেকে এবারও ঢাকা বিভাগে হামদ প্রতিযোগিতায় অংশ নিবে। আশা রাখি ঢাকা বিভাগেও জাহিদ তাহসিন শ্রেষ্ঠত্ব অর্জন করবে।