image

সাত কলেজের শিক্ষার্থীদের এবার বৃহস্পতিবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা আগামীকাল ১৫ জানুয়ারি থেকে আবারও লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা বুধবার বিকেলে বাঙলা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আসে। যেটি পরে অন্যান্য কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়ে নেয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) অধ্যাদেশ চূড়ান্ত জারি করার দাবিতে এই আন্দোলন চালিয়ে যাবে। এই দাবির পক্ষে বুধবার বাঙলা কলেজের ছাত্রনেতা মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, “ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে অধ্যাদেশটি জারি না হলে আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে না।”

তারা জানায়, আগামীকাল সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে সমন্বিত অবরোধ কর্মসূচি হবে। এতে তারা শান্তিপূর্ণ অবস্থান ও অবরোধের মাধ্যমে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন।

এদিন সকালেও শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করে যানজট সৃষ্টি করে। বিশেষত সায়েন্সল্যাব ও তাঁতীবাজার এলাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের কারণে ফার্মগেট এলাকায় যান চলাচল স্বল্প সময়ের জন্য স্বাভাবিক হতে দেখা গেছে।

রাজধানীতে চলমান এই শিক্ষার্থী আন্দোলন প্রস্তাবিত ডিসিইউ অধ্যাদেশ জারি ও উচ্চশিক্ষার পরিবেশ উন্নয়নের দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলছে। ক্ষমতা ও শিক্ষাব্যবস্থার সঙ্গে তাদের সমঝোতা না হওয়ায় আন্দোলন তীব্র রূপ নিয়েছে।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি