image

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, দাবি না মানলে আবার কর্মসূচি

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর বড় সাতটি কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)-র অধ্যাদেশ জারি করতে সরকারের কাছে দাবির প্রেক্ষিতে শুরু করা অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার চার ঘণ্টা পর প্রত্যাহার করেছেন।

এর আগে দুপুরে ঢাকা কলেজসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ শুরু করেন, যা বিকেল ৫টার দিকে তুলে নেওয়া হয়। এর ফলে মিরপুর সড়ক ও আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা। তারা জানান, রোববারের মধ্যে যদি ডিসিইউ অধ্যাদেশ জারি না করা হয়, তাহলে আগামী সোমবার সায়েন্স ল্যাব মোড়ে আবার অবরোধ কর্মসূচি হবে। ওই দিনে তারা অধ্যাদেশ জারি করার দাবিতে অবরোধ মঞ্চও তৈরি করবেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

দুপুর ১২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে শুরু করে সায়েন্স ল্যাব মোড়ে সমবেত হন এবং সেখানে ওয়ান্ট অধ্যাদেশ, সরকার গুরুত্ব দিক — এমন স্লোগান উপস্থাপন করেন। অবরোধ চলাকালে মিরপুর সড়ক ও আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়, বহু মানুষ যানবাহনে আটকে পড়েন এবং অনেকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

অবরোধের এই কর্মসূচিতে অংশ নেওয়া কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

শিক্ষার্থীদের এই আন্দোলনটি দীর্ঘদিন ধরেই চলছিলো ডিসিইউ অধ্যাদেশ জারি-সহ শিক্ষাক্ষেত্রে সংস্কারের দাবিতে, যা এখনো পর্যন্ত পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি