বাগেরহাটের মোরেলগঞ্জে একটি কিন্ডার গার্ডেন স্কুল নির্মাণে প্রভাবশালীদের বাধায় শ্রেণীকক্ষ তুলতে না পারায় ১৮ দিন ধরে খোলা আকাশের নিচে শিশু শিক্ষার্থীদের পাঠদান। শিক্ষার্থীর অভিভাবকরা ক্ষুব্ধ। বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক সৌদি প্রবাসীর স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে চাঁদা দাবির অভিযোগ তুলে মিরাজ শেখসহ ৩ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দৈবজ্ঞহাটী গ্রামের আলতিবুরুজ বাড়িয়া গ্রামে প্রাইভেট প্রতিষ্ঠান পোলেরহাট আদর্শ একাডেমি কিন্ডারগার্ডেন বিদ্যালয়টি ২০০৫ সাল থেকে ভাড়াটিয়া স্থানে শিশু শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম চলে আসছে। এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এম এ মান্নানসহ ৬ জন শিক্ষক রয়েছে। এখানে প্লে, নার্সারি, প্রথম, দ্বিতীয় ও ৩য় শ্রেণীতে মোট শিক্ষার্থী রয়েছে ৭০ জন। সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাঠদানের সময়সূচি। বিদ্যালয়টি ফলাফলের ক্ষেত্রে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বিগত বছরগুলোতে। নিজস্ব জমি না থাকার কারণে একাধিকবার স্থান পরিবর্তন করতে হয়েছে। সর্বশেষ ২০১৪ সাল থেকে আলতিবুরুজ বাড়িয়া গ্রামে সৌদি প্রবাসী শহিদুল ফকিরের স্ত্রী শাহানারা বেগমের জমিতে ভাড়ায় বিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি স্কুলটি শ্রেণীকক্ষগুলো নাজুক হওয়ায় সংস্কারের জন্য জমির মালিক শাহানারা বেগম বিদ্যালয়ের শ্রেণীকক্ষ উন্নীত করনের কাজটি শুরু করা হলে প্রতিবেশী প্রবাবশালী হাবিবুর রহমানের ছেলে মিরাজ শেখ চাঁদা ও জমির দাবি তুলে বিদ্যালয়ের ঘর নির্মাণের কাজটি বন্ধ করে দেয়। যার ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ওই বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীরা ১৮ দিন ধরে খোলা আকাশের নিচে পাঠদান দিতে বাধ্য হচ্ছে শিক্ষকরা।
পাঠাদানে শিশুশিক্ষার্থীদের নিতে আসা অভিভাবক ধরাধোয়া গ্রামের আয়শা বেগম, বিলকিছ বেগম, সেলিনা বেগম বলেন, বিদ্যালয়টি লেখাপড়ার মান ও পরিবেশ এক সময় ভালো ছিল। স্কুলটি নতুন করে উঠাতে গিয়ে ঝামেলায় পড়েছে। বর্তমানে প্রচণ্ড শীতেও খোলা আকাশের নিচে পাঠাদান করাতে হচ্ছে। এগুলো কি দেখার কেউ নেই। আমরা সুষ্ঠু সমাধান চাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান বলেন, ২০০৫ সাল থেকে অন্য স্থানে ক্লাস চলছিল। ২০১৪ সাল থেকে এ স্থানে বিদ্যালয়ের কার্যক্রম চলে। শ্রেণীকক্ষ নাজুক হলে নতুন করে তৈরি করতে গেলে বিপাকে পড়ে যাই। যে কারণে আজ ১৮ দিন খোলা আকাশের নিচে পাঠদান দিতে হচ্ছে। বিষয়টি সমাধান হলে শিশুদের খোলা আকাশের নিচে পাঠদান দিতে হবে না।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা বেগম, তানিয়া আক্তার, সুরমা খানম বলেন, বিদ্যালয়ের লেখাপড়ায় খোলা মেলা পরিবেশের কারণে বাচ্চাদের সমস্যা হচ্ছে। ভর্তির সময় চলছে বাচ্চাদের ঠিকমতো ভর্তি করাতেও পারছিনা। আমরা এর একটি সুষ্ঠু সমাধান চাই ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট।
ভুক্তভোগী জমির মালিক সৌদি প্রবাসীর স্ত্রী শাহানারা বেগম বলেন, ২০২২ সালে ৯ শতক জমি ক্রয় করে মিউটেশন সকল খাজনা পরিশোধ করে এখানে কিন্ডার গার্ডেন স্কুলের শিশুদের লেখাপড়া চলত। বিদ্যালয়টি ভেঙে নতুন করে তৈরি করতে গেলে প্রতিবেশী প্রভাবশালী মিরাজ শেখ বাধা সৃষ্টি করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।
এ বিষয়ে মিরাজ শেখ বলেন, চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়। তার বিরুদ্ধে সাজানো হয়েছে। স্কুলঘর নির্মাণে বাধা দেয়া হয়নি। ওখানে তারা জমি পাবেন। প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ অন্য জায়গায় ভাড়া নিয়ে স্কুল চালাতে পারেন।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, শাহানারা বেগম একটি অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে ডাকা হয়েছে তদন্ত চলছে। তবে, জমি-জমা সংক্রান্ত বিরোধ রয়েছে দুই পক্ষের মধ্যে।