image

১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

রোববার, ১৭ অক্টোবর ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক

১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে মোট তিন স্তরের ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। আজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

এনটিআরসিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(এনটিআরসিএ) কর্তৃক বিগত ১৫ ও ১৬ নভেম্বর ২০১৯ গৃহীত ষোড়শ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল-২ পর্যায়ের ১ হাজার ৮০ জান, স্কুল পর্যায়ের ১৫ হাজার ২৪০ জন এবং কলেজ পর্যায়ের ৩ হাজার ৮১১ জনসহ মোট ২০ হাজার ১৩১ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষঅর ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে।

স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। চূড়ান্তভাবে সর্বমোট ১৮ হাজার ৫৫০ জন প্রার্থী ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সার্বিক পাসের হার ৯২.১৫।

উল্লেখ্য, প্রার্থীরা এনটিআরসিএ’র ওয়েবসাইট ও টেলিটক বিডির মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি