image

প্রাথমিকে জরুরি নির্দেশনা

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলকে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার।নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ নভেম্বরের মধ্যে কোভিড-১৯ টিকা নেওয়া নির্দেশনা প্রদান করেছেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত কোভিড-১৯ এর টিকা গ্রহণ এক জরুরী বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়- কোভিড-১৯ পরিস্থিতিতে বিদ্যালয়ে নিরাপদে শ্রেণিকার্যক্রম পরিচালনার নিমিত্ত প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ এর টিকা প্রদানের নির্দেশনার আলোকে সূত্রোক্ত স্মারকমূলে ১১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকলের টিকা গ্রহণ নিশ্চিতকরণের অনুরোধে জানানো হয়েছিল। অদ্যবদি প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলের কোভিড-১৯ এর টিকা গ্রহণ সম্পন্ন হয়নি।

এমতাবস্থায়, আগামী ১৬ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকলের টিকা গ্রহণ সম্পন্ন করে ‘করোনা আপডেট’ সফটওয়্যারে এন্ট্রি নিশ্চিতকরণ এবং যারা টিকা গ্রহণ করছেন না তাদের তালিকা (প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ প্রমাণসহ) বিনা ব্যর্থতায় ১৮ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য আদিষ্ট হয়ে পুনরায় অনুরোধ করা হলো।

‘শিক্ষা’ : আরও খবর

» শিক্ষা ক্যাডারে ২৭০৬ জনের পদোন্নতি

সম্প্রতি