image

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইইডির নতুন প্রধান প্রকৌশলীর শ্রদ্ধার্ঘ্য অর্পণ

রোববার, ০৮ মে ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক:

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নব নিযুক্ত প্রধান প্রকৌশলী শাহ নইমুল কাদেরের নেতৃত্বে সংস্থার প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন।

রোববার (৮ মে) বিকেলে প্রধান প্রকৌশলীর নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, পরিচালক (প্রশাসন ও অর্থ), উপপরিচালক (প্রশাসন), ডিপ্লোমা প্রকৌশল সমিতিসহ বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি