?????? ????????? ???????? ????? ???
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে (ইইডি) ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’ গঠন হয়েছে। ইইডির শাখার এই পরিষদের আহবায়ক মনোনীত হয়েছেন সংস্থার প্রধান প্রকৌশলী শাহ নঈমুল কাদের এবং সদস্য সচিব হয়েছেন প্রধান কর্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবুল হাসেম সরদার। সম্প্রতি ইইডির প্রধান কার্যালয়ে সংস্থার প্রধান প্রকৌশলী শাহ নঈমুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহবায়ক কমিটি গঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৩ সদস্য বিশিষ্ট ইইডির ‘বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ’র সদস্যরা হলেন চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রায়হান বাদশা, ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফরোজা বেগম, প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীর কুমার রজক দাস, প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মীর মুয়াজ্জেম হুসেন, ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী জাহেদুল করিম, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম আলিফ, ঢাকা মেট্রো’র সহকারি প্রকৌশলী সরোয়ার হোসেন, প্রধান কর্যালয়ের সহকারী প্রকৌশলী ইমরান হোসাইন খান ও গোপাল চন্দ্র সাহা এবং গাজীপুর জেলার সহকারী প্রকৌশলী নাজমুস সাকিব তারেক।