alt

শিক্ষা প্রশাসনে প্রস্তুতির ঘাটতি, নতুন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন ব্যাহত

মাত্র তিন মাস বাকি, এখনও অনেক বইয়ের পান্ডুলিপিই তৈরি হয়নি

রাকিব উদ্দিন : শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

শিক্ষা প্রশাসনের প্রস্তুতির ঘাটতিতে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন হোঁচট খেয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে তিন মাসের একটু বেশি সময় বাকি থাকলেও সপ্তম শ্রেণীর ১০টি বইয়ের একটিরও পান্ডুলিপি এখনও তৈরি হয়নি। আবার ৬২টি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ‘পাইলটিং’ বা পরীক্ষামূলক শ্রেণী কার্যক্রম হয়েছিল। কিন্তু বেশ কয়েকটি বিদ্যালয়ে পাইলটিং বন্ধ হয়ে গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদকে জানিয়েছেন।

এছাড়া প্রাথমিকের দুই শ্রেণীতেও আগামী বছর নতুন শিক্ষাক্রমে পুরোপুরি শ্রেণী কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে না। এই স্তরেও পাইলটিং পিছিয়ে আগামী বছর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে আগামী শিক্ষাক্রমে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন হচ্ছে না।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের পুরো বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২০২৪ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণী এবং অষ্টম ও নবম শ্রেণী, ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণী, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আওতায় আসবে।

২০১২ সালে সর্বশেষ জাতীয় শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়। এর আগে ১৯৯৫ ও ১৯৯৬ সালে শিক্ষাক্রম পরিমার্জন করা হয়। সরকার ২০১০ সালে ‘জাতীয় শিক্ষানীতি’ প্রণয়ন করলেও এর অনেক কিছুই বাস্তবায়নের বাকি রয়েছে।

২০২৩ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে পাঠ্যদানের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু নতুন শিক্ষাক্রম প্রস্তুত না হওয়ায় এই কার্যক্রম পিছিয়ে নেয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষ শুরু হতে বাকি রয়েছে মাত্র সাড়ে তিন মাসেরও কম। এখন পর্যন্ত সংস্থাটি ষষ্ঠ শ্রেণীর পান্ডুলিপি কোনক্রমে প্রস্তুত করেছে। তবে সপ্তম শ্রেণীর বইয়ের পান্ডুলিপি গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তুত করতে পারেনি সংস্থার বিশেষজ্ঞরা।

নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে মোট ১০টি করে বই থাকছে। এসব বইয়ের পান্ডুলিপি সম্প্রতি প্রস্তুত করেছেন এনসিটিবির বিশেষজ্ঞ কর্মকর্তারা। বইগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্ম এবং শিল্প ও সংস্কৃতি।

এই দুই শ্রেণীর নতুন বইয়ের পান্ডুলিপি প্রস্তুতের বিষয়ে জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম শনিবার (১৭ সেপ্টেম্বর) সংবাদকে বলেন, ‘ষষ্ঠ শ্রেণীর বইয়ের পান্ডুলিপি রেডি হয়েছে। সপ্তম শ্রেণীর বইয়ের পান্ডুলিপি এখনও হয়নি।’

কবে নাগাদ সপ্তম শ্রেণীর নতুন বইয়ের পান্ডুলিপি প্রস্তুত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলা যাচ্ছে না; কারণ এগুলো মেধাভিত্তিক কাজ; তাড়াহুড়ো করলে বড় ধরনের ভুলত্রুটি থেকে যেতে পারে। পাইলটিং একটু দেরিতে হলেও কোন সমস্যা নেই।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাম্প্রতিক এক বক্তব্যেও নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন পিছিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

মন্ত্রী গত ১৩ সেপ্টেম্বর ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১’ বিস্তরণে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে জানান, আগামী জানুয়ারির ১ তারিখে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর যে বই হাতে পাবে, সেটিই ‘চূড়ান্ত রূপ’ নয়। তিনি বলেন, ‘সেটিকে একেবারে চূড়ান্ত রূপ ভাববেন না। এটিই চূড়ান্ত রূপ নয়। এর ওপর আরও কাজ করার আছে। শিক্ষক প্রশিক্ষণে আরও পরিবর্তন নিয়ে আসব। এটি অনেক বড় কাজ।’

শিক্ষায় পরিবর্তনের কথা বলা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা সংস্কারের কথা বলছি না। আমরা শিক্ষায় রূপান্তরের কথা বলছি। আমরা দুই/তিন বছরের চেষ্টায় একেবারে নিখুঁত একটা পরিকল্পনা করে ফেলব, সেটা বলার ধৃষ্টতা আমার নেই। তবে আমরা সবাই মিলে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারব এটি আমার বিশ্বাস।’

এদিকে আগাম প্রস্তুতির ঘাটতির কারণে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতেও এবার পাইলটিং (পরীক্ষামূলক শ্রেণী কার্যক্রম) শুরু করতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তারা এ কার্যক্রম পিছিয়ে দিয়েছেন। একইসঙ্গে তারা একেবারে নতুন শিক্ষাক্রম প্রণয়ন না করে প্রথম শ্রেণীর বিদ্যমান শিক্ষাক্রমের কিছুটা পরিমার্জন করে আগামী বছর পাইলটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান সংবাদকে বলেন, ‘তাড়াহুড়োর কিছু নেই। আগামী বছর পুরো সময় আমরা পাইলটিং করব। এতে শিক্ষাক্রমের ভুলত্রুটি থাকলে তা ধরা পরবে; যুগোপযোগী কিছু বিষয় থাকলে সেটিও সংযোজন করা যাবে।’ এর আগেই শিক্ষক প্রশিক্ষণ দেয়া হবে জানিয়ে সিনিয়র সচিব বলেন, ‘ইতোমধ্যে প্রাথমিকের নতুন শিক্ষাক্রমের বই তৈরি (পরিমার্জিত) হয়েছে। শিক্ষক নির্দেশিকাও তৈরির কাজ শেষের পথে। এই কাজ শেষ হলে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।’

ছবি

দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের লম্বা ছুটিতে স্কুল-কলেজ

ছবি

তৃতীয় আবেদনেও কলেজ পায়নি জিপিএ-৫ পাওয়া ২৯৫ জনসহ ৫ হাজার শিক্ষার্থী

ছবি

২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই: প্রাথমিকের বই ছাপা শুরু হচ্ছে আগামী সপ্তাহে

ছবি

ঢাকা কলেজ অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত

ছবি

এসএসসি ২০২৬: নিয়মিত শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত, অনিয়মিতদের পূর্ণাঙ্গ সিলেবাস

ছবি

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু

ছবি

এসএসসি খাতা মূল্যায়নে অবহেলা, কালো তালিকায় ৭১ শিক্ষক

ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেল সাত কলেজ

ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নয়, পরীক্ষার্থী তৈরি করছে: উপাচার্য

ছবি

যুদ্ধবিমান বিধ্বস্ত: ১৫ দিন পর মাইলস্টোন কলেজে লেখাপড়া শুরু

ছবি

পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

ছবি

মারিয়া স্কোডোস্কা-কুরি ডক্টরাল ফেলোশিপ পেলেন আইইউবির আবরার

ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানব বন্ধন

ছবি

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ

ইংরেজিতে দক্ষতা অর্জনে এআই অ্যাপ ‘এলসা স্পিক’ এর যাত্রা শুরু

ছবি

ইসলামপুরে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট উপহার

ছবি

সর্বোচ্চ ফি সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ, একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ

ছবি

স্থগিত হওয়া চার দিনের এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করল শিক্ষা বোর্ড

ছবি

সহিংসতায় রণক্ষেত্র গোপালগঞ্জ, এক বিষয়ের পরীক্ষা স্থগিত

ছবি

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে আন্দোলন: ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত

ছবি

পাসের হার ও জিপিএ-৫-এ ছাত্রীদের এগিয়ে থাকার ধারা বজায়

ছবি

বৃহস্পতিবার প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফল, পুনঃনিরীক্ষার আবেদন ১১ জুলাই থেকে

ছবি

এসএসসির ফল ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে

ছবি

শিক্ষার্থীর ‘কটূক্তি’র অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাময়িক বহিষ্কার

ছবি

এইচএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

ছবি

২৬ জুন শুরু এইচএসসি, কেন্দ্র এলাকায় চলাচলে ডিএমপির বিধিনিষেধ জারি

ছবি

রাতের ঘটনায় আসন বাতিল, শৃঙ্খলা কমিটিতে তদন্ত প্রতিবেদন জমার প্রস্তুতি

পরীক্ষার আগের সপ্তাহ পর্যন্ত ফরম পূরণের সুযোগ, জানাল শিক্ষা বোর্ড

ছবি

মহামারির আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে মাস্ক, স্যানিটাইজার ও ডেঙ্গু প্রতিরোধের নির্দেশ

পরীক্ষা পেছানোর পরিকল্পনা নেই, প্রস্তুত শিক্ষা বোর্ডগুলো

ছবি

ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২৬ জুন

ছবি

আদালতের রায়ে এক যুগ পর চাকরিতে ফিরছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী

ছবি

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চালু না হওয়া পর্যন্ত ইউজিসির অধীনেই চলবে সাত কলেজ

ছবি

উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি, আন্দোলনে ছাত্রদলসহ শিক্ষার্থীরা

ছবি

শাহরিয়ার সাম্য হত্যার ঘটনায় ঢাবিতে অর্ধদিবস শ্রদ্ধা, নিরাপত্তা জোরদারে উদ্যোগ

ছবি

বিশ্ববিদ্যালয় তহবিল স্থানান্তর ও রাজস্ব ফাঁকিতে দুদকের নজরে দুই প্রতিষ্ঠান

tab

news » education

শিক্ষা প্রশাসনে প্রস্তুতির ঘাটতি, নতুন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন ব্যাহত

মাত্র তিন মাস বাকি, এখনও অনেক বইয়ের পান্ডুলিপিই তৈরি হয়নি

রাকিব উদ্দিন

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

শিক্ষা প্রশাসনের প্রস্তুতির ঘাটতিতে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন হোঁচট খেয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে তিন মাসের একটু বেশি সময় বাকি থাকলেও সপ্তম শ্রেণীর ১০টি বইয়ের একটিরও পান্ডুলিপি এখনও তৈরি হয়নি। আবার ৬২টি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ‘পাইলটিং’ বা পরীক্ষামূলক শ্রেণী কার্যক্রম হয়েছিল। কিন্তু বেশ কয়েকটি বিদ্যালয়ে পাইলটিং বন্ধ হয়ে গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদকে জানিয়েছেন।

এছাড়া প্রাথমিকের দুই শ্রেণীতেও আগামী বছর নতুন শিক্ষাক্রমে পুরোপুরি শ্রেণী কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে না। এই স্তরেও পাইলটিং পিছিয়ে আগামী বছর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে আগামী শিক্ষাক্রমে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন হচ্ছে না।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের পুরো বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২০২৪ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণী এবং অষ্টম ও নবম শ্রেণী, ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণী, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আওতায় আসবে।

২০১২ সালে সর্বশেষ জাতীয় শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়। এর আগে ১৯৯৫ ও ১৯৯৬ সালে শিক্ষাক্রম পরিমার্জন করা হয়। সরকার ২০১০ সালে ‘জাতীয় শিক্ষানীতি’ প্রণয়ন করলেও এর অনেক কিছুই বাস্তবায়নের বাকি রয়েছে।

২০২৩ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে পাঠ্যদানের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু নতুন শিক্ষাক্রম প্রস্তুত না হওয়ায় এই কার্যক্রম পিছিয়ে নেয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষ শুরু হতে বাকি রয়েছে মাত্র সাড়ে তিন মাসেরও কম। এখন পর্যন্ত সংস্থাটি ষষ্ঠ শ্রেণীর পান্ডুলিপি কোনক্রমে প্রস্তুত করেছে। তবে সপ্তম শ্রেণীর বইয়ের পান্ডুলিপি গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তুত করতে পারেনি সংস্থার বিশেষজ্ঞরা।

নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে মোট ১০টি করে বই থাকছে। এসব বইয়ের পান্ডুলিপি সম্প্রতি প্রস্তুত করেছেন এনসিটিবির বিশেষজ্ঞ কর্মকর্তারা। বইগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্ম এবং শিল্প ও সংস্কৃতি।

এই দুই শ্রেণীর নতুন বইয়ের পান্ডুলিপি প্রস্তুতের বিষয়ে জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম শনিবার (১৭ সেপ্টেম্বর) সংবাদকে বলেন, ‘ষষ্ঠ শ্রেণীর বইয়ের পান্ডুলিপি রেডি হয়েছে। সপ্তম শ্রেণীর বইয়ের পান্ডুলিপি এখনও হয়নি।’

কবে নাগাদ সপ্তম শ্রেণীর নতুন বইয়ের পান্ডুলিপি প্রস্তুত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলা যাচ্ছে না; কারণ এগুলো মেধাভিত্তিক কাজ; তাড়াহুড়ো করলে বড় ধরনের ভুলত্রুটি থেকে যেতে পারে। পাইলটিং একটু দেরিতে হলেও কোন সমস্যা নেই।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাম্প্রতিক এক বক্তব্যেও নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন পিছিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

মন্ত্রী গত ১৩ সেপ্টেম্বর ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১’ বিস্তরণে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে জানান, আগামী জানুয়ারির ১ তারিখে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর যে বই হাতে পাবে, সেটিই ‘চূড়ান্ত রূপ’ নয়। তিনি বলেন, ‘সেটিকে একেবারে চূড়ান্ত রূপ ভাববেন না। এটিই চূড়ান্ত রূপ নয়। এর ওপর আরও কাজ করার আছে। শিক্ষক প্রশিক্ষণে আরও পরিবর্তন নিয়ে আসব। এটি অনেক বড় কাজ।’

শিক্ষায় পরিবর্তনের কথা বলা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা সংস্কারের কথা বলছি না। আমরা শিক্ষায় রূপান্তরের কথা বলছি। আমরা দুই/তিন বছরের চেষ্টায় একেবারে নিখুঁত একটা পরিকল্পনা করে ফেলব, সেটা বলার ধৃষ্টতা আমার নেই। তবে আমরা সবাই মিলে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারব এটি আমার বিশ্বাস।’

এদিকে আগাম প্রস্তুতির ঘাটতির কারণে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতেও এবার পাইলটিং (পরীক্ষামূলক শ্রেণী কার্যক্রম) শুরু করতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তারা এ কার্যক্রম পিছিয়ে দিয়েছেন। একইসঙ্গে তারা একেবারে নতুন শিক্ষাক্রম প্রণয়ন না করে প্রথম শ্রেণীর বিদ্যমান শিক্ষাক্রমের কিছুটা পরিমার্জন করে আগামী বছর পাইলটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান সংবাদকে বলেন, ‘তাড়াহুড়োর কিছু নেই। আগামী বছর পুরো সময় আমরা পাইলটিং করব। এতে শিক্ষাক্রমের ভুলত্রুটি থাকলে তা ধরা পরবে; যুগোপযোগী কিছু বিষয় থাকলে সেটিও সংযোজন করা যাবে।’ এর আগেই শিক্ষক প্রশিক্ষণ দেয়া হবে জানিয়ে সিনিয়র সচিব বলেন, ‘ইতোমধ্যে প্রাথমিকের নতুন শিক্ষাক্রমের বই তৈরি (পরিমার্জিত) হয়েছে। শিক্ষক নির্দেশিকাও তৈরির কাজ শেষের পথে। এই কাজ শেষ হলে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।’

back to top