শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা হয়েছে-ভিসি
১৪২০ জন পরীক্ষায় উত্তীর্ণ
শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা হয়েছে-ভিসি
১৪২০ জন পরীক্ষায় উত্তীর্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বুয়েট ক্যাম্পাসে জুলাই-২০২৩ শিক্ষা বর্ষের বিভিন্ন বিভিন্ন কোর্সে স্নাতকোত্তর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে সকালে এমফিল ও ডিপ্লোমা কোর্সসহ বিভিন্ন বিষয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আর বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাঃ শারফুদ্দিন আহমেদ জানান,বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগে ১৪শর বেশী আসনের জন্য ৪ হাজার ২শ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। তার মধ্যে এক হাজার বিশ জন পরীক্ষায় পাস করেছেন। গতকাল সন্ধ্যায় ভিসি সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ভার্সিটির জনসংযোগ শাখা থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও নোটিশ বোর্ডে ফলফলা জানিয়ে দেয়া হয়েছে।
সকাল থেকে বিকেল পর্যন্ত পরীক্ষা চলাকালে ভিসি ও প্রৌ--ভিসি শিক্ষা ডাঃ একেএম মোশাররফ হোসেন,প্রো-ভিসি (প্রশাসন) ডাঃ ছয়েফ উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সিনিয়র শিক্ষক,পরীক্ষা নিয়ন্ত্রকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থ-বাণিজ্য: খেলাপি ঋণ কেন কমছে না, জানতে চায় বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেনও