image

গুচ্ছের ক্লাস শুরু আগস্টে

শনিবার, ০৩ জুন ২০২৩
মাহমুদ তানজীদ, জবি

সমন্বিত গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম জুলাইয়ের মধ্যে শেষ করে আগস্টে ক্লাস শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। শনিবার (৩ জুলাই) গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আগে যেসব অসংগতি ছিল, এই বছর তা নেই। আশা করি বাকি কার্যক্রমগুলোও সুষ্ঠুভাবে শেষ করতে পারব। আগস্টের মধ্যে ক্লাস শুরু করে করোনাকালীন যে সেশনজট সৃষ্টি হয়েছে তা আমরা অন্তত ছয় মাস কমিয়ে আনতে চাই।’

প্রসঙ্গত, এবার এ ইউনিটে (বিজ্ঞান অনুষদে) মোট আবেদন করেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এ ইউনিটে মোট আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি। আসন প্রতি লড়ছেন ১৭ জন ভর্তিচ্ছু। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হয় বিজ্ঞান অনুষদের পরীক্ষা। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন মোট ৫৬ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি