রুনা লায়লা -বাপ্পা মজুমদার
গীতিকার সৈয়দ গালিব হাসানেরই উদ্যোগে বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে ‘বলেছো’ শিরোনামের একটি একক গানে কন্ঠ দেবার কথা ছিলো রুনা লায়লা’র। গানটির কথা ও সুর শোনার পর রুনা লায়লা বাপ্পা মজুমদারকে বলেন,‘ তুমি বরং আমার সঙ্গে গাও’। এরপর বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি প্রসঙ্গে রুনা লায়লা বলেন,‘ বলেছো-খুব সুন্দর একটি গান।
কম্পোজিসনটা এক কথায় অসাধারন। গালিবের লেখা গানের কথাও খুব সুন্দর। সত্যিই, বাপ্পার সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালোলেগেছে। প্রথমবার আমার আর বাপ্পার ডুয়েট গান। একটি কথাই বলবো, গানটি গেয়ে অনেক তৃপ্তি পেলাম।’ বাপ্পা মজুমদার বলেন,‘ আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা।
আমার প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিলো। কিংবদন্তী এই মহান শিল্পীর জন্য গান করতে পারা নি:সন্দেহে এক পরম প্রাপ্তি। পুরো আয়োজনটি গালিব ভাই এর। তাই এই আয়োজন এর সিংহভাগ কৃতিত্ব গালিব ভাইকেই দিতে চাই। আশা করি শুদ্ধ গানের শ্রোতাদের ভালো লাগবে, সেই সাথে গান যারা ভালোবাসেন তারাও পছন্দ করবেন। বাকীটা শ্রোতাদের হাতেই ছেড়ে দিলাম। শুদ্ধতার জয় হোক সর্বক্ষেত্রে।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রুনা লায়লা -বাপ্পা মজুমদার
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
গীতিকার সৈয়দ গালিব হাসানেরই উদ্যোগে বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে ‘বলেছো’ শিরোনামের একটি একক গানে কন্ঠ দেবার কথা ছিলো রুনা লায়লা’র। গানটির কথা ও সুর শোনার পর রুনা লায়লা বাপ্পা মজুমদারকে বলেন,‘ তুমি বরং আমার সঙ্গে গাও’। এরপর বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি প্রসঙ্গে রুনা লায়লা বলেন,‘ বলেছো-খুব সুন্দর একটি গান।
কম্পোজিসনটা এক কথায় অসাধারন। গালিবের লেখা গানের কথাও খুব সুন্দর। সত্যিই, বাপ্পার সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালোলেগেছে। প্রথমবার আমার আর বাপ্পার ডুয়েট গান। একটি কথাই বলবো, গানটি গেয়ে অনেক তৃপ্তি পেলাম।’ বাপ্পা মজুমদার বলেন,‘ আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা।
আমার প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিলো। কিংবদন্তী এই মহান শিল্পীর জন্য গান করতে পারা নি:সন্দেহে এক পরম প্রাপ্তি। পুরো আয়োজনটি গালিব ভাই এর। তাই এই আয়োজন এর সিংহভাগ কৃতিত্ব গালিব ভাইকেই দিতে চাই। আশা করি শুদ্ধ গানের শ্রোতাদের ভালো লাগবে, সেই সাথে গান যারা ভালোবাসেন তারাও পছন্দ করবেন। বাকীটা শ্রোতাদের হাতেই ছেড়ে দিলাম। শুদ্ধতার জয় হোক সর্বক্ষেত্রে।’