আজ বাংলাদেশের নন্দিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের জন্মদিন। জন্মদিনে সাধারণত তিনি পরিবারের সঙ্গেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষত তার স্বামী এফ এস নাঈমের সঙ্গে বিয়ের পর থেকে সাধারণত নাঈমই দিনটিতে নানাভাবে তাকে সারপ্রাইজ দিয়ে থাকেন। নাদিয়া বলেন, ‘নাঈমের সঙ্গে বিয়ের পর থেকেই আমাদের পরিবার এবং বন্ধুবান্ধবরা অবগত যে নাঈম আমার জন্মদিনকে বিশেষায়িত করে তুলবেই। যে কারণে সবাই আগে থেকেই জানে যে কিছু না কিছু হতে যাচ্ছে এই দিনটিতে। আমিও অপেক্ষায় থাকি বিশেষভাবে এই দিনটিতে। তো নাঈমকে আমার জীবনে স্বামী হিসেবে পেয়ে সত্যিই পরিপূর্ণ আমি। নাঈমের মতো ভালো মনের মানুষ আমার জীবনকে সত্যিই নারী জীবনের পূর্ণতা এনে দিয়েছে।’
এদিকে নাদিয়া আপাতত নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না বলে জানিয়েছেন। নাদিয়া বলেন, ‘এর মধ্যে অনেক ধারাবাহিকের স্ক্রিপ্ট হাতে পেয়েছি। কিন্তু একটারও গল্প আমার পছন্দ হচ্ছে না। যে কারণে আপাতত বকুলপুর ও গোলমাল ছাড়া আর কোনো ধারাবাহিকে অভিনয় করছি না। কিছুদিন আগেই সকাল ভাইয়ের পিতা বনাম পুত্র গং ধারাবাহিকের কাজ শেষ করেছি। কিন্তু আর কোনো ধারাবাহিকের কাজ হাতে নেই।’ এদিকে নাদিয়া আহমেদের ভীষণ ইচ্ছা সিনেমায় অভিনয় করার। সিনেমার বাজার বদলেছে। দলে বলে সবাই ভালো ভালো সিনেমা দেখছেন। যে কারণে তারও এখন ভালো গল্পের সিনেমা দেখার প্রতি আগ্রহ বেড়েছে।
বুধবার, ৩০ আগস্ট ২০২৩
আজ বাংলাদেশের নন্দিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের জন্মদিন। জন্মদিনে সাধারণত তিনি পরিবারের সঙ্গেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষত তার স্বামী এফ এস নাঈমের সঙ্গে বিয়ের পর থেকে সাধারণত নাঈমই দিনটিতে নানাভাবে তাকে সারপ্রাইজ দিয়ে থাকেন। নাদিয়া বলেন, ‘নাঈমের সঙ্গে বিয়ের পর থেকেই আমাদের পরিবার এবং বন্ধুবান্ধবরা অবগত যে নাঈম আমার জন্মদিনকে বিশেষায়িত করে তুলবেই। যে কারণে সবাই আগে থেকেই জানে যে কিছু না কিছু হতে যাচ্ছে এই দিনটিতে। আমিও অপেক্ষায় থাকি বিশেষভাবে এই দিনটিতে। তো নাঈমকে আমার জীবনে স্বামী হিসেবে পেয়ে সত্যিই পরিপূর্ণ আমি। নাঈমের মতো ভালো মনের মানুষ আমার জীবনকে সত্যিই নারী জীবনের পূর্ণতা এনে দিয়েছে।’
এদিকে নাদিয়া আপাতত নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না বলে জানিয়েছেন। নাদিয়া বলেন, ‘এর মধ্যে অনেক ধারাবাহিকের স্ক্রিপ্ট হাতে পেয়েছি। কিন্তু একটারও গল্প আমার পছন্দ হচ্ছে না। যে কারণে আপাতত বকুলপুর ও গোলমাল ছাড়া আর কোনো ধারাবাহিকে অভিনয় করছি না। কিছুদিন আগেই সকাল ভাইয়ের পিতা বনাম পুত্র গং ধারাবাহিকের কাজ শেষ করেছি। কিন্তু আর কোনো ধারাবাহিকের কাজ হাতে নেই।’ এদিকে নাদিয়া আহমেদের ভীষণ ইচ্ছা সিনেমায় অভিনয় করার। সিনেমার বাজার বদলেছে। দলে বলে সবাই ভালো ভালো সিনেমা দেখছেন। যে কারণে তারও এখন ভালো গল্পের সিনেমা দেখার প্রতি আগ্রহ বেড়েছে।